উত্তরবঙ্গ

বাড়ি বাড়ি গিয়ে ছাত্রভর্তি করাচ্ছেন প্রাইমারির শিক্ষকরা

সংবাদদাতা, তপন: প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া টানতে দুয়ারে দুয়ারে ঘুরছেন শিক্ষক। তপনের হাসনগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঙ্গলবার বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে পড়ুয়া ভর্তি করলেন। তপন ব্লকের ১১ নম্বর গোফানগর গ্রাম পঞ্চায়েতের হাসনগর প্রাথমিক বিদ্যালয় আগাগোড়াই অন্যান্য বিদ্যালয়ের তুলনায় ভিন্ন। বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ, পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় বিষয় অনেকটাই উন্নত বলে একাধিক পুরস্কারও পেয়েছে স্কুলটি। নির্মল বিদ্যালয়, শিশু মিত্র থেকে শুরু করে যামিনী রায় পুরস্কারও পেয়েছে স্কুলটি। যার নেপথ্যে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ চৌধুরী। 
শিক্ষকের অভাব এবং পরিকাঠামো সহ অন্যান্য সমস্যার কারণে সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ছাত্রসংখ্যা ক্রমশ কমছে। বেসরকারি স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে অভিভাবকদের। তবে পড়ুয়া টানতে সরকারি স্কুলের শিক্ষকরাও মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ভর্তি করানো হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসনগরের বাসিন্দা সালাম আলি। হাসনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছাত্র ভর্তিতে এলাকাবাসীদের উৎসাহিত করতে আজ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে পাশের আদিবাসী পাড়ায় গিয়েছিলাম। আজ চারজন ছাত্রকে ভর্তি করানো হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে। আশা করছি, এমাসের মধ্যে আমাদের বিদ্যালয়ে ৩০ থেকে ৪০ জন পড়ুয়াকে ভর্তি করানো যাবে।  নিজস্ব চিত্র
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা