উত্তরবঙ্গ

দু’টি চুরির কিনারা মাটিগাড়া থানার, গ্রেপ্তার চার

সংবাদদাতা, বাগডোগরা: দু’টি পৃথক চুরির ঘটনার কিনারা করল মাটিগাড়া থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে চার অভিযুক্তকে। একটি নির্মীয়মাণ বাড়ি থেকে বহুমূল্যের মেশিনের পার্টস চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। অন্যদিকে, নেশার টাকা জোগাড়ের জন্য সাইকেল চুরি করে বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার আরও এক। ঘটনার কিনারা হওয়ায় স্বস্তি অভিযোগকারীদের। পুলিস জানিয়েছে, গত মাসের ২৩তারিখ মাটিগাড়ার পালপাড়ার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে দামী যন্ত্রাংশের কিছু পার্টস চুরি যায়। পরেরদিনই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। তদন্তে নেমে সুদীপ্ত পাল(২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, এই ঘটনায় আরও দু’জন জড়িত রয়েছে। সেই সূত্র ধরে পুলিস বিনয় বর্মন (৩৭), বিপ্লব বর্মন (৩০) নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে। ধৃত তিনজন পালপাড়ারই বাসিন্দা। পাড়ায় তারা চুরির ফাঁদ পেতেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রীও। 
অন্যদিকে, ২ সেপ্টেম্বর মাটিগাড়া বানিয়াখারি এলাকার একটি বাড়ি থেকে একটি সাইকেল চুরি যায়। এরপর মাটিগাড়া থানায় সাইকেল চুরির লিখিত অভিযোগ দায়ের করে এক ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। বৃহস্পতিবার পুলিসের কাছে খবর আসে, চুরি যাওয়া সেই সাইকেলটি বিক্রির উদ্যেশ্যে এক যুবক মাটিগাড়ার লিচুবাগান এলাকায় এসেছে। সেখানে পুলিস অভিযান চালিয়ে চুরি যাওয়া সাইকেল সহ ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম অপার্থিব রায়(২২)। সে মাটিগাড়ার লালাপুলের বাসিন্দা। সাইকেলটি ওই যুবক মাটিগাড়ার ভাঙাপুলের একটি পুরনো বাড়িতে রেখেছিল। বিক্রির উদ্যেশ্যে সেদিন বের করলে পুলিস খবর পায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা