উত্তরবঙ্গ

গুপ্ত বৃন্দাবনে রাধাকুণ্ডের স্নান উৎসবে উপচে পড়ল ভিড়

সংবাদদাতা, পুরাতন মালদহ: রাধাকুণ্ডের প্রাকট্য তিথি উপলক্ষ্যে বৃহস্পতিবার মধ্যরাতে মালদহের গুপ্ত বৃন্দাবন তথা রামকেলি ধামে ভক্তদের ব্যাপক ভিড় উপচে পড়ল। ওই রাতে বিশেষ করে শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাঁর দুই সহচর শ্রীরূপ ও সনাতন গোস্বামীর স্মৃতি বিজড়িত রাধাকুণ্ডে ভক্তরা স্নান উৎসবে মেতে ওঠেন। মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তিতে ভক্তরা লাইন দিয়ে প্রণাম অর্পণ করেন। ওই গ্রামের রূপ সনাতন মিলন মন্দিরে ব্যাপক জাঁকজমক উৎসব পালনের ধুম দেখা যায়। স্থানীয় এলাকার বিভিন্ন রাধাগোবিন্দ মন্দির থেকে নগর কীর্তনের পরিক্রমা বের হয়। ভক্তরা খোল, করতাল নিয়ে সেখানে অংশ নেন। একাধিক পাড়ায় তাঁরা কীর্তন করেন। অন্যদিকে, পুরাতন মালদহ শহরে মহানন্দা নদীর একাধিক ঘাটে ভিড় থিক থিক করে। তুলসী গাছ নিয়ে পূর্ণার্থীরা নদীর ঘাটে রেখে দেন। এরপর নিয়ম অনুযায়ী সেখানে প্রদীপ প্রজ্বলন করেন। আরতি করে নদীতে ভাসিয়ে দেন। মহিলারা এক অপরের সঙ্গে সিঁদুর খেলাতেও মেতে উঠেন। রামকেলি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গৌড়বঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকেও ভক্তরা রামকেলি ধামে এসেছিলেন। মদন মোহন মন্দিরের সেবায়েত মদন মোহন পানিগ্রাহী বলেন, ব্রজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা রয়েছে। সেখানে স্বয়ং রাধারানি কুণ্ড খনন করেছিলেন। রাধাকুণ্ডের উৎপত্তি হয়েছিল। অনেকে এমন সময় বৃন্দাবনে যান। অনেকেই যেতে পারেন না। তাঁরা মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ধামে স্নান করেন। রাত্রি ১২টার পর অর্থাৎ মধ্যরাতে স্নানের জন্য ভিড় উপচে পড়েছিল। রামকেলি মেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্রামবাসীদের পক্ষ থেকে সবাইকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সুষ্ঠুভাবে উৎসব অনুষ্ঠিত হয়েছে। মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন,  রাতে রাধাকুণ্ডের স্নান উৎসব ভক্তদের আবেগ। আগামী দিনে ঘাট বাঁধানো হবে। ব্যাপক সৌন্দর্যায়ন হবে। একাধিক উন্নয়নের পরিকল্পনা আমাদের রয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা