উত্তরবঙ্গ

জয় নিশ্চিত, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের

সংবাদদাতা, দিনহাটা: শেষদিন শুক্রবার নমিনেশন জমা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলার শীর্ষ নেতৃত্ব। বিশাল মিছিল করে ব্যান্ডপার্টি নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দিয়ে কিছুটা হেঁটে তারপর টোটো করে বোর্ডিংপাড়া মাঠে পৌঁছন। এরপর গাড়ি করে কর্মিসভার উদ্দেশ্যে রওনা দেন সঙ্গীতা। মনোনয়ন জমা দিয়েই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। উপ নির্বাচনে তিনিই জয়ী হচ্ছেন, দাবি করেন। বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। জানান, কুৎসা, অপপ্রচারের জবাব মানুষ ইভিএমে দেবে। ২৩ নভেম্বর তা প্রকাশ পাবে। সঙ্গীতা রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমি। সিতাই বিধানসভা উপ নির্বাচনে দলের প্রার্থী করেছেন তিনি। মানুষের আশীর্বাদ সঙ্গে আছে। জয় নিশ্চিত। বিরোধীরা নাচতে পারছে না, তাই বলছে উঠোন বাঁকা। দলনেত্রী সহ আমাদের নামে যতই অপপ্রচার করুক সাধারণ মানুষ এর জবাব দেবে ১৩ নভেম্বর ইভিএমে। বিরোধী শিবিরের কুৎসা অপপ্রচারকে হারিয়ে আমরাই জয়ী হব। 
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সঙ্গীতা। তৃণমূলের হয়ে এবারে একজন মহিলাকে  বিধানসভায় পাঠানোর সুযোগ এসেছে। তাঁকে ১ লক্ষ ৭০ হাজার ভোটে জয়ী করব আমরা। 
সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপককুমার রায় বলেন, নির্বাচন আসতেই সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ ভয়ডরহীনভাবে ভোট দিতে পারলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। অন্যদিকে, সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রলোক দাস বলেন, মানুষের রায়ে ভরসা নেই তৃণমূলের। সেই কারণেই ভয়ের পরিবেশ তৈরি করে জিততে চাইছে ওরা।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা