উত্তরবঙ্গ

ময়নাগুড়ির ত্রিদেব ইউনিটের ভাবনা ‘আলোর রোশনাই’

সংবাদদাতা, ময়নাগুড়ি: অন্ধকার দূর করে আলোর পথে চলা। অন্ধকারচ্ছন্ন কাটিয়ে শান্তির পথে ফিরে আসা। এবার মণ্ডপসজ্জায় এমনই থিম তুলে ধরতে চলেছে ময়নাগুড়ির ত্রিদেব ইউনিট। বিবেকানন্দপল্লি নতুন বাজারের ত্রিদেব ইউনিটের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে কর্মতীর্থ ভবনের পাশে। ক্লাবে পুরুষ সদস্যর পাশাপাশি আছেন প্রচুর মহিলা সদস্যও। এবছর এদের পুজোর দশম বর্ষ। ত্রিদেব ইউনিটে এই বছরের পুজোর থিম ‘আলোর রোশনাই’। 
এখানে এলে দেখা যাবে কয়েক হাজার জ্বলন্ত প্রদীপ। এই প্রদীপ দিয়েই গোটা মণ্ডপ ঘিরে দেওয়া হচ্ছে। এছাড়াও বাঁশ, বেত, কাঠ, বাঁশের বাতা, প্লাইবোর্ড সহ পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপটি। ত্রিদেব ইউনিটের মণ্ডপ, আলো, প্রতিমার কাজ করছেন স্থানীয় শিল্পীরাই। পুজো কমিটির কর্মকর্তাদের দাবি, এবছর তাদের কালীপুজো দর্শনার্থীদের নজর কাড়বে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাটিও তৈরি করা হচ্ছে। আগামী সপ্তাহে পুজো। তাই মণ্ডপ তৈরির কাজ জোর কদমে চলছে। ১২ জন শিল্পী মণ্ডপ তৈরির কাজ করছেন। 
ত্রিদেব ইউনিটের পুজো কমিটির সভাপতি স্বপনকুমার বর্মন, সহ সভাপতি শিব রায়। সম্পাদক বিজয়কুমার রায়, সহ সম্পাদক নৃপেন রায়। কোষাধ্যক্ষ জ্যোতির্ময় রায়। হিসেবরক্ষক কল্যাণকুমার রায়। বিজয়কুমার রায় বলেন, এবছর আমরা যেটা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে চাইছি সেটা হল অন্ধকার দূর করে আলোয় ফেরা। অর্থাৎ অন্ধকার ক্ষণস্থায়ী। আলো ফুটবেই। মানুষ সুখে শান্তিতে থাকুক সেটাই আমরা তুলে ধরতে চাইছি। আমাদের মণ্ডপে থাকবে অগণিত শান্তির প্রদীপ। আশা করছি, এই পুজো দর্শনার্থীদের মনজয় করে নেবে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা