উত্তরবঙ্গ

রাস্তার হাল ফিরতে চলেছে ১৫ নম্বর ওয়ার্ডে, বরাদ্দ ৭ লক্ষ টাকা

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা অবশেষে সংস্কার হতে চলেছে। ৯৫০ মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৭ লক্ষ টাকা। যদিও, রাস্তার কাজের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী। তাঁর দাবি, রাস্তার যে পরিস্থিতি তাতে, মেটাল দিয়ে এই কাজ করা উচিত। না হলে এই রাস্তা টেকসই হবে না।
১৫ নম্বর ওয়ার্ডের রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল। পিচের আস্তরণ উঠে  পাথর বেরিয়ে এসেছে। যার জেরে এই ওয়ার্ডে টোটো ঢুকতে চায় না। টোটো চালকদের দাবি, ভাঙা রাস্তায় টোটোর যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাচ্ছে। অমিতাভ চক্রবর্তী বলেন, রাস্তার কাজ শুরু হচ্ছে কিন্তু আমি খুশি নই। রাস্তা বেহাল থাকায় আমাকে কথা শুনতে হয়েছে। যদি রাস্তা টেকসই না হয়, তাহলেও আমাকে কথা শুনতে হবে।  
পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, ইঞ্জিনিয়ার সিডিউল তৈরি করেছেন। সেই অনুযায়ী কাজ হবে। এখানে আমাদের কিছু করার নেই।
অন্যদিকে, থানা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত ফুটপাতে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। দুর্ঘটনা রুখতে সেগুলি ভরাট করে দেয় পুলিস। ফুটপাত সংস্কারে হাত লাগান আইসি সুবল ঘোষ, হাইওয়ে ট্রফিক ওসি হোমেশ্বর পাল, থানার ট্রাফিক ওসি ভয়েস সুব্বা। পুরসভার চেয়ারম্যান বলেন, ফুটপাত সংস্কারের জন্য আমরাও সরঞ্জাম নিয়ে এসেছিলাম। যেহেতু এটি ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং কাউন্সিলার কলকাতায় গিয়েছেন, তাই কাজটি  আমরা করতে পারিনি। পুলিসও প্রশাসন রাস্তা সংস্কার করেছে। এটা ভালো উদ্যোগ।   বেহাল রাস্তা। - নিজস্ব চিত্র।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা