উত্তরবঙ্গ

টোটোর ভাড়া নিয়ে তুমুল বচসা, বিবাদ গড়াল থানায়, পকেট থেকে টাকা দিয়ে ঝামেলা মেটাল পুলিস

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক মহিলা যাত্রীর সঙ্গে টোটোর ভাড়া নিয়ে তুমুল বচসা বাঁধে চালকের। রাস্তায় দীর্ঘক্ষণ বাদানুবাদ চলার পর বিবাদ গড়ায় থানা পর্যন্ত। এমনকী থানার গেটেও চলতে থাকে ঝগড়া। খবর পেয়ে থানার সামনে চলে আসেন ওই যাত্রীর পরিবারের লোকজনও। অবশেষে পকেট থেকে টাকা দিয়ে ঝামেলা মেটায় খোদ পুলিস।
গতকাল, মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায়। থানা মোড় থেকে নতুনপাড়া যাওয়ার জন্য টোটোতে চাপেন ওই মহিলা। তিনি শহরের বাবুপাড়ার বাসিন্দা। কিছুটা দূর যাওয়ার পর তিনি চালকের কাছে ভাড়া কত জানতে চান। চালক জানান, ১৫ টাকা। যাত্রী বলেন, ভাড়া তো ১০ টাকা। কেন বেশি চাইছেন তিনি? এই বিষয়কেই কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। যাত্রী বলেন, তিনি কোনওমতেই ১৫ টাকা ভাড়া দেবেন না। প্রয়োজনে থানায় যাবেন। এরপরই চালক টোটো ঘুরিয়ে চলে আসেন থানায়। এবার অন্য বিপত্তি বাঁধে। টোটো চালক যাওয়া ও আসা বাবদ ৩০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু ওই মহিলা যাত্রী তা দিতে অনড় থাকেন। তিনি জানিয়ে দেন, ১০ টাকা ভাড়াই দেবেন। তার চেয়ে এক টাকাও বেশি দেবেন না তিনি। থানার গেটে ঝামেলা চলতে থাকায় দাঁড়িয়ে যান পথ চলতি মানুষজন। কয়েকজন টোটো চালক মোবাইল থেকে পুরসভার বেঁধে দেওয়া নতুন ভাড়ার চার্ট দেখানোর চেষ্টাও করেন। কিন্তু তখনও ওই মহিলা যাত্রী তাঁর অবস্থানে অনড় থাকেন। তিনি দাবি করেন, পুরসভার ওই ভাড়ার তালিকা লাগু হয়নি। স্থগিত রাখা হয়েছে। তাহলে কেন তিনি বাড়তি ভাড়া দেবেন? এদিকে টোটো চালকও ছাড়বার পাত্র নন। তিনি সাফ জানিয়ে দেন, ৩০ টাকা না নিয়ে তিনি যাবেন না। এই পরিস্থিতিতে পুলিস ওই টোটো চালককে থানায় নিয়ে যান। তারপর এক পুলিস কর্মী পকেট থেকে ৩০ টাকা বের করে দেন ওই টোটো চালককে। পুলিসকে টাকা দিতে দেখেও ওই মহিলা যাত্রী ভাড়া মেটাননি। বরং তিনি পরিবারের লোকজনের সঙ্গে হেঁটে বাড়ির পথ ধরেন।
 রাজা মাহাত নামে ওই টোটো চালক বলেন, আগে ন্যূনতম টোটো ভাড়া ছিল ১০ টাকা। কিন্তু বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি শহরে সমস্ত টোটো চালক ন্যূনতম ১৫ টাকা ভাড়া নিচ্ছেন। তিনিও ওই যাত্রীর কাছে সেটাই চেয়েছিলেন। তিনি তা দিতে রাজি না হয়ে ঝগড়া শুরু করে দেন। থানায় আসতে বলেন। থানার গেটে এসেও ঝামেলা করেন। পরে পুলিস আমার টোটোর ভাড়া মেটায়। পুলিসের দাবি, মাঝেমধ্যেই টোটোর ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের ঝামেলা বাঁধছে। কেউ কেউ থানায় পর্যন্ত চলে আসছেন। কোন এলাকা থেকে কোন এলাকা পর্যন্ত কত ভাড়া হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ ব্যাপারে পুরসভার উচিত, বিভিন্ন মোড়ে ভাড়ার তালিকা ডিসপ্লে করা।
এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করে শহরে টোটোর ন্যূনতম ভাড়া করা হয়েছে ১৫ টাকা। প্রথম ২ কিমির জন্য ওই ভাড়া। এরপর প্রতি কিমিতে ৫ টাকা করে ভাড়া বাড়বে। তবে পড়ুয়া ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ছাড় রয়েছে। আমরা টোটো ভাড়া নিয়ে আরও বেশি করে প্রচারের ব্যবস্থা করব। ভাড়ার তালিকা যাতে শহরে আরও বেশি জায়গায় টাঙিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা