উত্তরবঙ্গ

কালীমন্দিরে তালা তৃণমূল নেতার!

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির একটি কালীমন্দিরে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত চলছে বলে জানান, থানার আইসি সুবল ঘোষ। ঘটনাটি ময়নাগুড়ির বাংলারঝাড়ে। কালীপুজোর তিনদিন আগে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
ময়নাগুড়ির আমতলা কালীপুজো কমিটির সোমবার বৈঠক ছিল। অভিযোগ, সেই বৈঠকে এলাকার ৪৫ নম্বর বুথের প্রাক্তন সভাপতি বিমল রায় দাবি করেন তাঁকে আয়োজকের দায়িত্ব দিতে হবে। আর তাতেই শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ, বিমল রায় পুজো কমিটিকে আয়োজক করতে চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি লোকজন নিয়ে এসে মন্দিরে পুজো হবে না বলে হুমকি দেন। এমনকী তালাও মেরে দেন মন্দিরে। পুজো কমিটির সদস্যরা কি করবেন, বুঝতে না পেরে মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ করেন। 
পুজো কমিটির সম্পাদক উপেন্দ্রনাথ রায় বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। আয়োজক করতে হবে, এই বলে কমিটির উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। অতীতে এমনটা কখনও হয়নি। হঠাৎ করে বিমল রায় মন্দিরের গেটে তালা ঝুলিয়ে দেন। পুজোর জন্য সমস্ত কিছু বায়না করে দিয়েছি আমরা। ভোগের ব্যবস্থাও হয়ে গিয়েছে। বাধ্য হয়ে আমরা পুলিস প্রশাসনের দ্বারস্থ হই। দেখা যাক, প্রশাসন এবার কী পদক্ষেপ করে। 
বিষয়টি নিয়ে জানতে বিমল রায়কে টেলিফোন করা হলে তিনি অভিযোগ স্বীকার করে নেন। বলেন, পুজো কমিটির সম্পাদক তাঁর কিছু কাছের লোককে নিয়ে অনৈতিক কাজকর্ম করছেন। এটা হতে দেওয়া যায় না। তাই এমনটা করেছি। 
এদিকে, মন্দিরে তালা মারার বিষয় নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, এতে তৃণমূলের সংস্কৃতি প্রকাশ পেল। তৃণমূলের ময়নাগুড়ি-১ ব্লক সভাপতি মনোজ রায় বলেন, কী হয়েছে জানা নেই। খোঁজ নিয়ে দেখব।  
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা