উত্তরবঙ্গ

মদনমোহন মন্দিরে বড় তারামায়ের পুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মদনমোহন মন্দিরের মধ্যে অবস্থিত কাঠামিয়া মন্দিরে বড় তারামায়ের প্রতিমা গড়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মায়ের পুজো শুরু হবে। এবার পুজোর বাজেট ৪২ হাজার ৩০৭ টাকা। এখনও রাজ ঐতিহ্য মেনেই কাঠামিয়া মন্দিরে বড় তারামায়ের পুজো হয়। জোরকদমে তার প্রস্তুতি চলছে। বিরাট উচ্চতার বড় তারামায়ের প্রতিমা বংশ পরম্পরায় নির্মাণ করে আসছেন প্রভাত চিত্রকর। এখানে পঞ্চ বলি সহকারে বড় তারামায়ের পুজো হয়। পুজোর দিন মাকে সোনা ও রুপো দিয়ে নির্মিত ১০৮টি নরমুণ্ডের মালা পরানো হয়। সন্ধ্যায় সেই মালা সহ অন্যান্য অলঙ্কারে সাজিয়ে তোলা হয় বড় তারামায়ের প্রতিমা। মদনমোহন মন্দিরে বড় তারামায়ের অষ্টধাতুর মূর্তি রয়েছে। সেই মূর্তির আদলেই বড় তারামায়ের প্রতিমা নির্মাণ করা হয়। 
মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রাজ ঐতিহ্য মেনে কাঠামিয়া মন্দিরে বড় তারামায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার পুজোর দিন বিকেল সাড়ে ৪টেয় বড় তারামাকে গয়না পরানো হবে। 
মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, পুজোর দিন সিন্দুক থেকে সোনা ও রুপো দিয়ে নির্মিত ১০৮টি নরমুণ্ড হার, সোনার চাপকলি হার, সোনার কাঠিমালা, মায়ের নাকের নথ, সোনা ও রুপোর ওরচাঁদ প্রভৃতি অলঙ্কার দিয়ে বড় তারামাকে সাজিয়ে তোলা হবে। এবার বড় তারামায়ের পুজোয় পৌরহিত্য করবেন শিবকুমার চক্রবর্তী। ওই দিনই মন্দিরে আনন্দময়ী দক্ষিণা কালীমায়ের পুজো করবেন অভিজিৎ চক্রবর্তী। ভোগ পাচক থাকবেন কৌশিক চক্রবর্তী ও মদনমোহন দেবশর্মা। ভোগের সব্জি কাটবেন উত্তম দাস, সুশান্ত রায়। পুজোয় পঞ্চবলি হিসেবে ভেড়া, পাঁঠা, পায়রা, মাগুর মাছ, হাঁসবলি হয়। বলিকারকের দায়িত্ব পালন করবেন অনুপকুমার লায়েক।  নিজস্ব চিত্র।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা