উত্তরবঙ্গ

ধনতেরস উপলক্ষ্যে কেনাকাটা করতে ভিড় আলিপুরদুয়ারে

সংবাদদাতা, আলিপুরদুয়ার: অসম-বাংলা সীমানায় পশ্চিমবঙ্গের শেষ জনপদ আলিপুরদুয়ার। যার পরিচিতি ‘থ্রি-টি’ অর্থাৎ টি, ট্যুরিজম ও টিম্বার হিসেবে। জেলা শহর আলিপুরদুয়ারেও মঙ্গলবার ধনতেরস উপলক্ষে দোকানে দোকানে সোনা ও রুপোর গয়না, কয়েন কেনার ধুম পড়ে যায়। 
ধনতেরস মূলত অবাঙালিদের উৎসব। কিন্তু শহরের স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, ধনতেরসও এখন সর্বজনীন উৎসবের চেহারা নিয়েছে। বাঙালিরাও ধনতেরস উৎসবে শামিল হচ্ছেন। ধনতেরসের দিন সোনা, রুপোর সঙ্গে ঝাড়ু কেনারও ধুম পড়ে যায় আলিপুরদুয়ারে। এদিন শহরের বক্সা ফিডার রোডের ফুটপাতে ঝাড়ু কিনতে ক্রেতাদের রীতিমতো লাইনে দাঁড়াতে দেখা যায়। 
এই দিনে যেকোনও ধাতু কেনারও প্রচলন আছে। সেই জন্য এদিন অনেকেই কাঁসা, পিতলের বাসন, পুজোর সামগ্রী কিনে বাড়ি ফেরেন। আলিপুরদুয়ারে সোনার বাজার মূলত শহরের প্রধান বাণিজ্যিক এলাকা চৌপথি থেকে মহাকাল ধাম পর্যন্ত বক্সা ফিডার রোড। এই রাস্তার সারাংপট্টি, পুরাতন বাজার, শান্তিনগর মোড়, নিউ টাউন বাজার ও মহকাল ধামের প্রতিটি সোনার দোকানে ছিল যথেষ্ট ভিড়। পুরাতন বাজারে বক্সা ফিডার রোডের ধারে লক্ষ্মী জুয়েলারি হাউস। দোকান মালিক নিখিল সরকার বলেন, মঙ্গলবার ধনতেরসে কার্যত দম ফেলার ফুসরত মিলছিল না। ভালোই বিক্রি হয়েছে। সোনার গয়নার আধুনিক ডিজাইন, মেকিং চার্জ সহ নানান প্রশ্নের উত্তর দিতে হয়েছে। 
এদিকে, দীপাবলি ও কালীপুজো উপলক্ষে শহরের প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সোনার দোকান, বাড়ি রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। মনোরম আবহাওয়ায় ঠান্ডার হালকা আমেজ থাকায় ধনতেরসে শহর উৎসবের চেহারা নেয়।  ধনতেরসে লক্ষ্মী জুয়েলারি হাউসে ক্রেতাদের ভিড়। - নিজস্ব চিত্র।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা