উত্তরবঙ্গ

এবছর কালীপুজোয় ফাটাপুকুর কিশোর সঙ্ঘের থিম ‘অনুভূতি’

সংবাদদাতা, রাজগঞ্জ: ফাটাপুকুর কিশোর সঙ্ঘের কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। এ বছর ৩০তম বর্ষে পদার্পণ করল কিশোর সঙ্ঘের কালীপুজো। এবারে এদের থিম ‘অনুভূতি’। আজ, বুধবার পুজো মণ্ডপের উদ্বোধন।  
রাজগঞ্জের ব্লকে গত কয়েকবছর ধরে বেশ জাঁকজমকভাবে কালীপুজোর করে আসছে ফাটাপুকুরের কিশোর সঙ্ঘ ক্লাব ও পাঠাগার। প্রতিবছর বিভিন্ন থিমে পুজো হয়। এ বছর থাকছে বিশেষ চমক। পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কাপড় দিয়ে। কাপড়ের উপর শঙ্খ, ঘণ্টা, লণ্ঠন আঁকা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারুকাজ। মণ্ডপটি তৈরি করছে শিলিগুড়ির ডেকরেটর। রাস্তাজুড়ে থাকছে নজরকাড়া আলোকসজ্জা। 
পুজো কমিটির অন্যতম সদস্য শুভঙ্কর ঘোষ বলেন, এবারে থিম ‘অনুভূতি’। আমাদের মনের মধ্যে ভূত এবং দেবতা বাস করে। ভালো-মন্দ সবটাই মনের। মন্দগুলিকে বর্জন করা উচিত। ভালো-মন্দের বিচার বিশ্লেষণই ‘অনুভূতি’। আমাদের পুজোয় হিন্দু মুসলিম সকলেই হাতে হাত মেলায়। 
এবারে পুজো কমিটির সভাপতি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সহ সভাপতি বাসিরুল হক, উপদেষ্টা মণ্ডলীতে আছেন সর্বাণী ধারা, পাপিয়া সরকার সহ আরও অনেকে। প্রতিমা এবার মণ্ডপেই তৈরি হচ্ছে। ফাটাপুকুরের মৃৎশিল্পী ভানু পাল প্রতিমা গড়ছেন। ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, পুজোর বাজেট সাত লক্ষ টাকা। 
আজ, বুধবার কালীপুজোর উদ্বোধন করবেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত থাকবেন জলপাইগুড়ি সদরের এসডিও তমজিৎ চক্রবর্তী, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, ক্লাব সম্পাদক শঙ্করপ্রসাদ সেন প্রমুখ। পুজোর ক’দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বহু দর্শকের সমাগম হবে বলে তাঁরা আশাবাদী।   নিজস্ব চিত্র।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা