উত্তরবঙ্গ

সিট খোলা নিয়ে পুলিস, অটোচালকদের বিবাদ  

সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা শহরে ট্রাফিক পুলিস ও অটো চালকদের বচসাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ মোড় এলাকায়। অটো চালকদের দাবি, এদিন তাঁদের সংগঠনকে গালাগাল দিয়েছেন ট্রাফিক ওসি। এনিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিস। মাথাভাঙা থানার আইসি চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। যদিও ট্রাফিক ওসি শ্যামল সাহার দাবি, অটো চালকদের নিয়ম মানতে বলায় এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।  
দু’দিন আগেও টোটো ও অটো চালকদের ট্রাফিক নিয়ম না মানায় জরিমানা করা হয়। সতর্ক করা হয়েছিল চালকের ডানদিকে যাত্রী বসানোর আসনটি খুলে ফেলতে। ট্রাফিক পুলিসের দাবি, বার বার বলার পরও তা মানছেন না অটো চালকরা। এদিন কলেজ মোড় এলাকায় কয়েকজন চালককে ট্রাফিক ওসি সিটটি খুলে ফেলতে বলেন। অভিযোগ, সেই সময়ে এক অটোচালক ট্রাফিক ওসির সঙ্গে বচসা শুরু করেন। বিষয়টি সেখানেই মিটে যায়। কিন্তু কিছু সময় পর বেশকিছু অটোচালক কলেজ মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখান। বন্ধ হয়ে যায় যান চলাচল। 
মাথাভাঙা অটোচালক ইউনিয়নের সম্পাদক আবু ছায়েদ বলেন, ‘ট্রাফিক পুলিস চালকের ডানদিকের সিট খুলে ফেলতে বলেছেন। আমরা তিনদিন সময় চেয়েছি। কিন্তু এদিন আবারও কয়েকজন চালককে ট্রাফিক ওসি ধমক দেন। একইসঙ্গে উনি আমাদের সংগঠন তুলে গালাগাল করেন।’ যদিও মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা বলেন, ‘অটোচালকদের গত দেড় মাস ধরে বলে যাচ্ছি ডানদিকের সিট খুলে ফেলতে। ওঁরা কেউ সেই কথা কানে তুলছেন না। এদিন কয়েকজন চালককে বলতে গেলে একজন তর্ক জুড়ে দেন। নিয়ম না মানলে জরিমানার কথা বলেছি।’ 
মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, ট্রাফিক পুলিস ও অটোচালকদের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্য হয়েছিল। বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। তবে ট্রাফিক নিয়ম সবাইকে মেনে চলতে হবে।  পুলিসের সঙ্গে কথা বলছেন অটোচালকরা। - নিজস্ব চিত্র।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা