উত্তরবঙ্গ

গাজোলে সমবায় সমিতিতে ডাকাতি গুলিবিদ্ধ ক্যাশিয়ার, গ্রেপ্তার চার

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বুধবার ভরদুপুর। কাজে ব্যস্ত ছিলেন গাজোলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের কর্মীরা। সামনে রাজ্য সড়কে থামল দুধসাদা একটি গাড়ি। সেখান থেকে নেমে মুখ ঢেকে সটান সংস্থার মধ্যে ঢুকে পড়ল ৮ জনের দুষ্কৃতী দল। কয়েক মিনিটের অপারেশনে তারা নিয়ে গেল প্রায় পাঁচ লক্ষ টাকা। তাদের গুলিতে জখম হয়েছেন সমিতির ক্যাশিয়ার। দু’ঘণ্টার মধ্যেই ডাকাতি এবং গুলিকাণ্ডের কিনারা করে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
সমিতির কর্মীদের দাবি, পাঁচজন ভিতরে ঢুকেছিল। তিনজন বাইরে দাঁড়িয়ে নজরদারি চালাচ্ছিল কেউ যাতে ভিতরে না ঢুকতে পারেন। তাদের প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। ভয় দেখিয়ে প্রথমে দুষ্কৃতীরা টাকা ছিনিয়ে নেয়। এরপর সিন্দুক খুলতে গেলে সমবায় সমিতির অ্যালার্ম বাজতেই দুষ্কৃতীরা গুলি চালায়। সমিতির ক্যাশিয়ার ক্ষিরোদ মণ্ডল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর পেটে গুলি লাগায় মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিস।  
এদিন দুষ্কৃতীরা অপারেশন শেষ করে পালানোর আগে বোমা ছোড়ে। এরপর গাড়ি নিয়ে চম্পট দেয়। খবর পাওয়ার পর পুলিস দ্রুত ডাকাতদের পিছু ধাওয়া করে। চলে দু’পক্ষের গুলির লড়াই। রীতিমতো রুদ্ধশ্বাস নাটকীয় পরিস্থিতি। সেই গুলিতে ঘায়েল হয়েই পুলিসের জালে ধরা পড়ে দুই দুষ্কৃীতি। তল্লাশি চালিয়ে পুরাতন মালদহ থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটিও আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
সমবায় সমিতির ম্যানেজার সন্তোষ কুমার সরকার বলেন, দুপুরে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের অফিসে ঢুকে পড়ে। পাঁচ লক্ষের বেশি টাকা নিয়ে তারা চম্পট দিয়েছে। দুষ্কৃতীরা গুলি চালালে একজন জখম হয়েছেন। এদিন সমবায় সমিতির মধ্যেই ছিলেন কর্মী অনীতা সরকার। তাঁর কথায়, আমরা তখন কম্পিউটারের কাছে কাজ করছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী বন্দুক হাতে ঢুকে পড়ে। তাদের সবার মুখ ঢাকা ছিল। গ্লাভসও পরেছিল। তারা হিন্দিতে কথা বলছিল। ক্যাশ চাইলে ভয়ে দিয়ে দেন কর্মীরা। এরপর তারা সিন্দুকের চাবি চায়। ভয়ে অন্য কর্মীরা চাবির জায়গা দেখিয়ে দেন। সিন্দুক খুলতেই বেজে ওঠে অ্যালার্ম। তখনই ক্যাশিয়ারকে গুলি করে দুষ্কৃতীরা।  পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিসকেও পাল্টা গুলি চালাতে হয়। দু’জন ডাকাত জখম হয়েছে।
এদিন রাস্তায় দুষ্কৃতীদের বোমা ছুড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দা রঞ্জন মণ্ডল। তাঁর মন্তব্য, দুপুরে দোকান খোলার জন্য সমবায় সমিতির সামনে গিয়েছিলাম। দেখি সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সমিতির গেটের সামনে কয়েকজন দুষ্কৃতী দাঁড়িয়ে ছিল। বাকিরা ভিতরে। প্রথমে কিছু বুঝতে পারিনি। সেখানকার ম্যানেজার আমাকে ইশারায় পুলিসকে খবর দিতে বলেন। আমি এগিয়ে যেতেই ডাকাতরা ভয় দেখায়। অপারেশন শেষ করে তারা বামনগোলার দিকে চলে গিয়েছিল। -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা