উত্তরবঙ্গ

মারধরে গ্রেপ্তার প্রধান শিক্ষক

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পরিচালন সমিতির সম্পাদককে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার চারদিন পর হরিশ্চন্দ্রপুরের টালবাংরুয়া হাইমাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। সোমবার বিকেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেতেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত প্রধান শিক্ষকের নাম খায়রুল আলম। তাকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রী ও ট্যাবের টাকা নয়ছয়ের অভিযোগ ছিল। এই নিয়ে কয়েকবার মাদ্রাসার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। গত বৃহস্পতিবার স্কুলের নতুন পরিচালন সমিতির সম্পাদক আব্দুল মাতিন এবং আরও দুই সদস্য মাদ্রাসায় গিয়ে পড়ুয়াদের হাজিরা খাতা দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রধান শিক্ষক সহ দুই শিক্ষাকর্মী। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইপক্ষ। অভিযোগ, প্রধান শিক্ষক ও দুই শিক্ষাকর্মী পরিচালন সমিতির সম্পাদককে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পাল্টা প্রধান শিক্ষককেও মারধর করা হয় বলে অভিযোগ। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক খায়রুল আলম ও সম্পাদক আব্দুল মাতিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চারদিন ধরে ভর্তি ছিল। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই পুলিস প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। বাকি দুই শিক্ষাকর্মী ঘটনার দিন থেকেই পলাতক। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা