উত্তরবঙ্গ

তৃণমূল যুবর অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা শহরের ৩ নম্বর ওয়ার্ডে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যুব তৃণমূল কংগ্রেস অফিসে সোমবার রাতে ভাঙচুর হয়। ওই ঘটনাকে ঘিরে রাতভর ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের দিগল বাজার চত্বরে। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই অবাঞ্ছিত ওই ঘটনা ঘটেছে। এদিকে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারও এলাকায় চাপা উত্তেজনা থাকে। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তারজন্য এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। এদিন একপ্রস্থ রুটমার্চও করে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় অনেকের অভিযোগ, সম্প্রতি যুব তৃণমূল নেতা মিঠুন সেন স্থানীয় এক যুবককে মদ নিয়ে আসতে বলেন। ওই যুবক মদ আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। গত শনিবার তাঁর মৃত্যু হয়। কিন্তু ওই টিএমওয়াইসি নেতা মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়াননি। আর্থিকভাবেও কোনও সহযোগিতা পায়নি পরিবারটি। সেই ক্ষোভ থেকেই পার্টি অফিস ভাঙচুরের ঘটনা। 
মৃতের প্রতিবেশী ও আত্মীয় ভারতী অধিকারী, জল্পেশ মণ্ডল, রাকেশ অধিকারী বলেন, মিঠুন সেন দিগল বাজার বাঁধের ধারে পার্টি অফিস বানিয়েছে। ওখানে কোনও তৃণমূল নেতাদের কখনও দেখিনি। মিঠুন ওই পার্টি অফিসে এলাকার ছেলেদের ডেকে নিয়ে যায়। বাজার এলাকায় তোলাবাজি করে, মদের আসর বসায়। যারজন্য ক’দিন ধরেই স্থানীয় মানুষ মিঠুনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। তারই বহিঃপ্রকাশ পার্টি অফিস ভাঙচুরের ঘটনা। 
যদিও দলীয় অফিস ভাঙচুর, যুব তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বরূপ মণ্ডল বলেন, ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অভিযোগ থাকতেই পারে। কিন্তু তারজন্য পার্টি অফিস ভাঙচুরের মতো ঘটনা ঠিক নয়। ঘটনার নিন্দা করছি। এর পিছনে প্ররোচনা থাকতে পারে বলে মনে করছি। 
যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী বলেন, জেলার দায়িত্ব আমি পেলেও এখনও আমাদের কমিটি গঠন হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ আমি চিনিও না তাঁকে। খোঁজ নেব। তবে দলীয় অফিস ভাঙচুর করে আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। মিঠুন সেন বলেন, আমার বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে প্রমাণ দিক। রাতের ওই ঘটনা বিজেপির প্ররোচনাতেই হয়েছে। যদিও জেলা বিজেপি অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, ভাঙচুরের ঘটনার সঙ্গে বিজেপি নয়, তৃণমূলের লোকজনরাই যুক্ত। তাঁরাও বিরক্ত। জেলার এক প্রথম সারির যুব নেতার ঘনিষ্ঠ ওই নেতা বাঁধের উপর পার্টি অফিস বানিয়েছেন। সেখানে নেশার আসর বসান। মানুষ তাঁর উপর দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। যারজন্য সাধারণ মানুষের বহিঃপ্রকাশ হচ্ছে ওই ঘটনা। ওই নেশার আসর থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন দুর্ঘটনার কবলে পড়ে মারা যান। তাই মানুষ ওই পার্টি অফিসে চড়াও হয়েছে। 
এদিকে ঘটনা প্রসঙ্গে পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, ওটা কোনও অনুমোদিত পার্টি অফিস নয়। কি কারণে, কেন ঘটনা ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে। পুলিস এলাকায় আছে। ভাঙচুরের ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।
নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা