উত্তরবঙ্গ

মশালদহ হাইস্কুল থেকে ডাকাতিপুকুর পর্যন্ত দেড় কিমি রাস্তা একবছরেই বেহাল

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মশালদহ হাইস্কুল থেকে ডাকাতিপুকুর পর্যন্ত ১.৪৮ কিমি রাস্তা বেহাল। গতবছর পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তা নির্মাণ হয়েছিল। নির্মাণের মাস খানেকের মধ্যেই রাস্তার পিচের আস্তরণ উঠতে শুরু করে বলে অভিযোগ। বর্তমানে এই রাস্তার বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বসে গিয়েছে। শিডিউল মেনে রাস্তা নির্মাণ না হওয়াতেই এই অবস্থা বলে স্থানীয়দের অভিযোগ।
গতবছর হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে ৫ কোটি ৭ লক্ষ টাকা বাজেটে ২৪ কিমি রাস্তার শিলান্যাস হয়েছিল। এর মধ্যে মশালদহ হাইস্কুল থেকে ডাকাতিপুকুর পর্যন্ত ১.৪৮ কিমি রাস্তার জন্য বরাদ্দ হয় ৩৮ লক্ষ ৫ হাজার ৫১৮ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, গতবছর ২৮ মার্চ রাস্তার শিলান্যাসের ফলক লাগানো হলেও কাজ শুরু হয় তারও বেশকিছু দিন পরে। ফলকে কাজ শেষ হওয়ার তারিখ দেওয়া ছিল গত ৯ জুন, ২০২৩ সাল। বর্তমানে সেই ফলকও আর নেই। কিন্তু কাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই রাস্তায় ফাটল ধরে যায়। স্থানে স্থানে গর্ত সৃষ্টি হয়।
মোমিনপাড়ায় এই রাস্তায় বেশি গর্ত হয়েছে। সেখানে জল জমে আছে। ডাকাতিপুকুরের কাছে রাস্তা বসে গিয়েছে। রাস্তার পিচের আস্তরণ উঠতে শুরু করেছে। 
এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা বলেন, ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিডিও তাপসকুমার পাল বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা