উত্তরবঙ্গ

পুরাতন মালদহ শহরে মূল রাস্তাতে হকার থাকবে না, জোন চিহ্নিত করবে পুরসভা

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মূল রাস্তাতে কোনও হকার থাকবে না। সাধারণ মানুষের চলাফেরা করার জন্য গুরুত্বপূর্ণ জোনগুলি ছেড়ে তাঁদের বসতে হবে। শুধু তাই নয়, আগামীদিনে হকার জোন চিহ্নিতকরণ করা হবে। হকাররা যেন বাঁচে, তাঁদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। শুক্রবার স্থানীয় পুরসভার বিওসি (বোর্ড অফ কাউন্সিল) মিটিংয়ের পর ঠিক এমনটাই জানালেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন ওই মিটিংয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 
ওই মিটিংয়ে বিভিন্ন ওয়ার্ডের পানীয় জল, রাস্তা, নিকাশি, পার্ক সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, তিন মাস ধরে ভোট হয়েছে। তারপর এদিন বিওসি মিটিং হয়েছে। পুরসভা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের একাধিক নির্দেশ দিয়েছেন। সেগুলি নিয়েও এদিন আলোচনা হয়েছে। 
চেয়ারম্যানের সংযোজন, আমাদের শহরে হকার জোন রয়েছে। তাঁরা শহরের বাসিন্দা। সেই জোনগুলি চিহ্নিত করা হবে। মূল রাস্তা ছেড়ে তাঁদের বসতে হবে। যেন মানুষ ওই পথ দিয়ে চলাফেরা করতে পারেন। হকারদের স্বার্থও দেখা হবে। সেজন্য আগামীদিনে হকার সংগঠন এবং বণিকসভা সঙ্গে আলোচনা করা হবে। রাজ্য সরকার এবং পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মালদহ বণিকসভার সভাপতি জয়ন্ত কুণ্ডু। বলেন, মুখ্যমন্ত্রীর ভাবনাকে স্বাগত জানাচ্ছি। হকাররা পুরসভাকে কর দেন। আগামী দিনে হকার সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসন বৈঠকে ডেকেছে। আমরা সেখানে অংশ নেব।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা