উত্তরবঙ্গ

কাল পর্যালোচনা বৈঠক তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, মালদহ: লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে আগামীকাল, বুধবার বৈঠকে বসবে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। জেলা কমিটির সদস্যরা ওইদিন দুপুরে মালদহ টাউন হলে আয়োজিত বৈঠকে অংশ নেবেন। সেখানে বিধানসভা ধরে ধরে আলোচনা হবে। বছর তিনেক আগের বিধানসভা নির্বাচনে জেলার ১২টি বিধানসভার মধ্যে তৃণমূল আটটি দখল করেছিল। এবারের লোকসভা নির্বাচনে মালদহের কোনও বিধানসভা কেন্দ্রেই শাসক দল লিড পায়নি। বেশকিছু বিধানসভায় তৃণমূল তিন নম্বরে নেমে গিয়েছে। বিষয়টি জেলা তৃণমূল নেতৃত্বের গলায় কাঁটার মতো বিঁধছে। এভাবে সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দলের ভরাডুবি যে রাজ্য তৃণমূল নেতৃত্ব মেনে নেবেন না, তা জেলার নেতানেত্রীরা বুঝে গিয়েছেন। ফলে পিঠ বাঁচাতে বৈঠকে তাঁরা নিজ নিজ এলাকার খারাপ ফল নিয়ে কী সাফাই দেন, সেটাই এখন দেখার। 
মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ জেলা কমিটির বর্ধিত বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে জেলা কমিটির সদস্যদের পাশাপাশি মালদহ জেলা পরিষদের দলীয় সদস্য, বিধায়ক এবং পঞ্চায়েত সমিতি ও ব্লক তৃণমূলের সভাপতিরা অংশ নেবেন। সেখানে বিধানসভা ভিত্তিক ফালফল নিয়ে আলোচনা করা হবে। বৈঠকের নির্যাস ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।
প্রসঙ্গত, মালদহে তৃণমূল নেতানেত্রী তথা জনপ্রতিনিধিদের একাংশ গত তিন বছরে ধরাকে সরা জ্ঞান করছিলেন। তাঁদের বিরুদ্ধে দলের কর্মীরাও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তুলছিলেন। মোথাবাড়ি ও বৈষ্ণবনগরের দুই শীর্ষ স্থানীয় তৃণমূল নেত্রী ও ইংলিশবাজার শহরের এক হেভিওয়েট নেতা ওই তালিকায় সবার উপরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভ তৃণমূলের ভোটবাক্সে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি ওই ধরনের নেতনেত্রীরা এখনও দল ও প্রশাসন তথা সরকারের গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে বসে রয়েছেন। তাঁরা প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আখের গুছিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ।    
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা