উত্তরবঙ্গ

ছুটি ভুলে হাসপাতালে চলে আসেন চিকিৎসক, নার্সরা

সংবাদদাতা, শিলিগুড়ি: সোমবার ঈদের জন্য রাজ্যের সব সরকারি অফিস ছুটি ছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া ছুটি ছিল অন্যান্য দপ্তর।  কিন্তু দুর্ঘটনার খবর পৌঁছতে ছুটি ভুলে গিয়ে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই চলে আসেন হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সদস্যরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছন। তাঁরা প্রয়োজনীয় রক্তের জোগান দেন। সকাল থেকে ১০টা থেকেই একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে। অ্যাম্বুলেন্সের কনভয় থেকে হুটারের শব্দে গোটা পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। 
একের পর এক জখম যাত্রী, দেহ আসতে থাকে ইমার্জেন্সিতে। খবর পেয়ে জরুরি বিভাগে চলে আসেন ট্রেনযাত্রীদের পরিজনরাও। কেউ কাঁদতে থাকেন, কেউবা উদ্বেগ নিয়ে প্রিয়জনকে খুঁজে বেড়ান। একেরপর এক জখম ট্রেনযাত্রী আসতে থাকায় চিকিৎসকদের ওপর চাপ বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই একদল জুনিয়র ডাক্তার সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত প্রথম থেকে সবকিছু তদারকি করেন। তিনি বলেন, এদিন ছুটি থাকলেও দ্রুত খবর দিয়ে সবাইকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসার সবরকমের ব্যবস্থা করা হয়েছে। রক্তের চাহিদা ছিল। সেই চাহিদাপূরণের জন্য ব্লাড ব্যাঙ্কে ২৪ ঘণ্টা রক্ত গ্রহণের ব্যবস্থা করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবের সদস্যরা এগিয়ে এসে রক্ত দিয়েছেন। ফলে রক্তের কোনও সঙ্কট হয়নি। ডাক্তাররাও ভালো কাজ করছেন। ইউএসজি সহ বিভিন্ন জরুরি পরিষেবার ইউনিট দ্রুত খুলে দেওয়া হয়। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা এদিন দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুনিয়র ডাক্তাদের ঢালাও প্রশংসা করেছেন। 
 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা