বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
গল্পের পাতা

কুলের  রেসিপি

 সরস্বতী পুজোয় গুরুত্ব বাড়ে কুলের। আজ থাকছে তারই নানারকম পদ।

কুল দিয়ে টক ডাল
উপকরণ: মসুর ডাল ১ কাপ, কুল ১০০ গ্ৰাম, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন, চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা ২-৩টে, তেল পরিমাণ মতো, ফোড়নের জন্য: শুকনো লঙ্কা ২টো, কালো সর্ষে  চা চামচ, গোটা জিরে  চা চামচ, রাঁধুনি  চা চামচ। 
প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। নুন, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে সেদ্ধ করে নিন। কুলগুলো ধুয়ে বেছে ফাটিয়ে পরিষ্কার করে নিন। এবার তেল গরম করে শুকনো লঙ্কা ও তিন ফোড়ন দিয়ে কুলগুলো দিন। এরপর সেদ্ধ ডাল দিয়ে ৫ মিনিট ফুটতে দিন এবং প্রয়োজনে কাঁটা দিয়ে ঘেঁটে দিন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিন ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
 
কুলের অম্বল
উপকরণ: টোপা কুল ২০০ গ্ৰাম, আখের গুড় ১০০ গ্ৰাম, সর্ষের তেল ১ চা চামচ, শুকনো লঙ্কা ১টা, নুন ১ চিমটে, গোটা সর্ষে  চামচ, হলুদ গুঁড়ো  চামচ।
প্রণালী: পাকা টোপা কুল ধুয়ে নিন। এক একটা কুল ফাটিয়ে নিয়ে পরিষ্কার করে নিন। তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিন। তাতে কুল দিয়ে দিন। অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিন। ফুটে উঠলে গুড় দিন। কিছুক্ষণ ফোটার পর ঝোল-সহ নামিয়ে নিন কুলের অম্বল।

কুল মাখা
উপকরণ: কুল ২৫০ গ্ৰাম, কাসুন্দি ২ টেবিল চামচ, থেঁতো করা ধনেপাতা এক মুঠো, গন্ধরাজ লেবুর পাতা ৫-৬টা, চিনি ১ চা চামচ, বিটনুন স্বাদমতো, রোস্টেড জিরে, মৌরি, শুকনো লঙ্কা ১ চা চামচ, থেঁতো করা কাঁচালঙ্কা ২টো।
প্রণালী: কুলের ডাঁটিগুলো ফেলে দিন। তারপর তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। কাঁচালঙ্কা ও ধনেপাতা থেঁতো করে নিন। এবার কুলগুলো অর্ধেক ফাটিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে মেখে নিন। তাতে গন্ধরাজ লেবুপাতা ছিঁড়ে মিশিয়ে নিন। মুখরোচক কুল মাখার স্বাদ নিন।
দেবারতি রায়
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা