রাজ্য

নদী ভাঙন ঠেকাতে রাজ্যজুড়ে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদী ভাঙন ঠেকাতে বড়সড় পদক্ষেপ করছে রাজ্য। ভাঙনপ্রবণ এলাকাগুলিতে সমীক্ষায় নামছে রাজ্য সেচদপ্তর। সমীক্ষার রিপোর্ট হাতে এলে ভাঙন ঠেকাতে সার্বিকভাবে একটি প্রকল্প নেওয়া হতে পারে বলে মত প্রশাসনিক মহলের। জানা গিয়েছে, দপ্তরের দায়িত্ব পাওয়ার পর প্রথম পর্যালোচনা বৈঠকেই ভাঙন নিয়ে আধিকারিক-ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানিয়েছেন, রহস্যজনকভাবে কেন্দ্র এই ইস্যুতে নীরব। তাই বাংলার মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জলের তলায় চলে গিয়েছে বিঘের পর বিঘে কৃষিজমি। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মানুষকে এই সমস্যার হাত থেকে রেহাই দিতে রাজ্যের খরচেই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজ প্রায় শেষ। কিন্তু মুখ্যমন্ত্রী থেমে থাকার মানুষ নন। রাজ্যবাসীকে রক্ষা করতে তিনি নিশ্চয়ই সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 
গঙ্গা-পদ্মা, হুগলি, রূপনারায়ণ, কোশি সহ উত্তরবঙ্গের একাধিক নদীর দু’ধারের কোন কোন এলাকা ভাঙনপ্রবণ, সেখানে কত মানুষের বসবাস, কত বাড়ি আছে, কৃষিজমি আছে কি না ইত্যাদি সমস্ত তথ্য সমীক্ষায় উঠে আসবে। সমীক্ষার কাজ শেষ হলে যে এলাকায় আগে কাজের প্রয়োজন, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ করা হবে। কিন্তু ভাঙন প্রতিরোধের মতো কাজ করতে গেলে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন। সেক্ষেত্রে কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই প্রকল্প কীভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তরে রাজ্যের এক আধিকারিক জানান, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকেই অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ হাতে নেওয়া হয়েছে। বাকি জায়গায় কাজের জন্য বিশ্বব্যাঙ্কের মতো সংস্থার সাহায্য পাওয়া যায় কি না, খতিয়ে দেখা হতে পারে।
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা