কলকাতা

হাসপাতালের প্রাক্তন কর্ত্রীর আত্মীয় ধৃত, উদ্ধার জাল নথি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের নামে প্রায় ১৫ কোটি টাকা তহবিল তছরুপ! এই তছরুপে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেলে এক ঠিকাদারকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম রাজীব ঘোষ।  এই ব্যক্তি হাসপাতালের প্রাক্তন এক পদস্থ কর্ত্রীর  আত্মীয়। ধৃতের কাছ থেকে একাধিক জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বছর পঁয়তাল্লিশের রাজীবের বাড়ি  কড়েয়া থানা এলাকার ৬ নম্বর তারক দত্ত লেনে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। তাকে সাতদিনের পুলিস হেফাজতে পাঠিয়েছে আদালত। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, কেপিসি মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল যাদবপুর থানার পুলিস। গত বছর জুন মাসের শেষ দিকে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল কর্তৃপক্ষ। অভিযোগ গুরুতর হওয়ায় এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়, লালবাজারের প্রতারণা দমন শাখার গোয়েন্দাদের হাতে। 
প্রাথমিক তদন্তে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত রাজীব ঘোষের এক ঘনিষ্ঠ আত্মীয়া কেপিসি মেডিক্যাল কলেজে প্রভাবশালী পদাধিকারী  হিসেবে কর্মরত ছিলেন। যার সূত্র ধরেই দীর্ঘদিন ধরে এই কেপিসি কলেজে আনাগোনা ছিল রাজীবের। গোয়েন্দাদের দাবি, এই কেপিসি মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নের নামে একাধিক জাল নথিপত্র তৈরি করে রাজীব হাসপাতালের প্রায় ১৫ কোটি টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়েছে।
গত বছর কেপিসি মেডিক্যাল কলেজের অডিটে আর্থিক তছরুপের এই বিষয়টি সামনে আসে।  তারপরই তড়িঘড়ি ওই প্রভাবশালী কর্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় যাদবপুর থানায় ঠিকাদার রাজীব ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। হাসপাতালের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে রাজীব। এই মামলায় কেপিসি হাসপাতালের প্রাক্তন ওই কর্ত্রীর ভূমিকাও গোয়েন্দাদের ‘স্ক্যানারে’ রয়েছে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা