কলকাতা

গাইঘাটায় উদ্ধার ৩৯৬ কচ্ছপ, ধৃত দুই

সংবাদদাতা, বনগাঁ: ফের কচ্ছপ উদ্ধার। গ্রেপ্তার দুই পাচারকারী। শুক্রবার বিকেলে গাইঘাটা থানার পুলিস ৩৯৬টি কচ্ছপ সহ ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম প্রদীপ হালদার (৪৬) ও কুণাল সাহা (৪৮)। প্রদীপের বাড়ি উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকায়। কুণাল বরানগরের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্থানীয় কুলপুকুর এলাকায় নাকা চেকিং চলছিল। তখন একটি চারচাকার গাড়িকে আটক করে পুলিস। পুলিসের সন্দেহ হওয়ায় তল্লাশি করতেই গাড়িতে থাকা বিভিন্ন পাত্রে মোট ৩৯৬টি কচ্ছপ উদ্ধার হয়। এরপর অভিযুক্ত দু’জনকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, আদালতের নির্দেশ পেলেই কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, বনগাঁর বিভিন্ন বাজারে কচ্ছপের মাংস বিক্রি চলছে রমরমিয়ে। কচ্ছপ হত্যা নিষিদ্ধ হলেও চোরাপথে একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই কাজে যুক্ত। মাঝেমধ্যে বাজারে হানা দিয়ে তাদের গ্রেপ্তারও করে বনদপ্তরের আধিকারিক ও পুলিস। তবুও বেআইনি এই ব্যবসা কমছে না। সম্প্রতি বনগাঁ-গাইঘাটার একাধিক বাজারে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে প্রচুর কচ্ছপ এনে শহরের বাইরে কোনও এক গোপন ডেরায় রাখা হয়। পরে সুযোগ বুঝে অল্প অল্প করে বিভিন্ন বাজারে সেগুলি পাঠানো হয়। মনে করা হচ্ছে, এদিনও বিভিন্ন বাজারে পাঠানোর সময় সেগুলি পুলিসের হাতে ধরা পড়ে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা