খেলা

এমএলএস কাপে স্বপ্নভঙ্গ মেসিদের

ইন্তার মায়ামি-২                 :                       আটলান্টা-৩

মায়ামি: আমেরিকান ফুটবলে বড় অঘটন। এমএলএস কাপের প্লে-অফ থেকে ইন্তার মায়ামিকে ছিটকে দিল আটলান্টা ইউনাইটেড। ডেভিড বেকহ্যামের দলকে ৩-২ গোলে হারিয়ে কনফারেন্স সেমি-ফাইনালে জায়গা পাকা করেছে সফরকারী দল। ম্যাচে একবার জাল কাঁপিয়েও দলের হার বাঁচাতে না পারায় রীতিমতো হতাশ লায়োনেল মেসি। ইন্তার মায়ামিকে এমএলএস কাপে চ্যাম্পিয়ন করার স্বপ্ন অধরা থেকে গেল আর্জেন্তাইন মহাতারকার।
মেজর লিগে ইস্টার্ন কনফারেন্স লিগের শীর্ষে ছিল ইন্তার মায়ামি। তাই মেসিদের কাপ জয়ের আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা। কিন্তু লিগের ৯ নম্বর দলের বিরুদ্ধে হঠাত্ ছন্দপতনে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ডেভিড বেকহ্যামের দল। রবিবার শুরুতে এগিয়েও গিয়েছিল ইন্তার মায়ামি। ১৭ মিনিটে ম্যাথিয়াস রোজাস দলকে এগিয়ে দেন। তবে এরপরেই নটাকীয়ভাবে ম্যাচে ফেরে আটলান্টা। ১৯ ও ২১ মিনিটে জালাম থিয়ারের জোড়া লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। এরপর ৬৫ মিনিটে হেড থেকে গোল করে ইন্তার মায়ামিকে সমতায় ফেরান লায়োনেল মেসি (২-২)। এই পর্বে মনে হচ্ছিল, শেষ হাসি হাসবে তাতা মার্তিনোর টিমই। কিন্তু অ্যাওয়ে দলের গোলরক্ষকের দুরন্ত কয়েকটি সেভ তাদের আশায় জল ঢেলে দেয়। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে বার্তোজ সিলজের গোলে জয় ছিনিয়ে নেয় আটলান্টা। এদিকে, ম্যাচের পর ৩৭ বছর বয়সি লায়োনেল মেসির ইন্তার মায়ামি ছাড়ার জল্পনা উস্কে দিয়েছেন দলের কোচ তাতা মার্তিনো। তিনি বলেন, ‘আমি জানি না, এমএলএসে মেসি আর কতদিন খেলবে। তবে এটা একান্তই ওর সিদ্ধান্ত। আমার কিছু মন্তব্য করা উচিত নয়।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা