খেলা

পরিসংখ্যান মাথায় রাখি না: জাদেজা

মুম্বই: ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার উপর প্রখর রোদ। সমস্যা বাড়িয়েছে আর্দ্রতাও। ডিহাইড্রেশনের শিকার হচ্ছেন ক্রিকেটাররা। ওয়াংখেড়েতে এই আবহেই লম্বা স্পেলে ভারতকে লড়াইয়ে রাখলেন রবীন্দ্র জাদেজা। তাঁর নেওয়া পাঁচ উইকেটই ভাঙন ধরাল নিউজিল্যান্ড ইনিংসে। ঘরের মাঠে এই নিয়ে ১২বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বাঁ হাতি স্পিনার। এই কৃতিত্বে পাকিস্তানের আব্দুল কাদিরকে স্পর্শ করলেন জাড্ডু। টেস্টে মোট উইকেট সংখ্যায় তিনি অবশ্য টপকে গেলেন ভারতের জাহির খান ও ইশান্ত শর্মাকে। দুই মহারথীরই টেস্টে রয়েছে ৩১১ উইকেট। জাদেজার পকেটে এখন ৩১৪ শিকার। ভারতীয় বোলারদের মধ্যে তাঁর অবস্থান এখন পঞ্চম স্থানে। চলতি সিরিজেই ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান ও ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। 
দিনের শেষে জাড্ডুর গলায় তৃপ্তি, ‘টেস্টে ভারতের হয়ে পাঁচ উইকেট নেওয়া সহজ নয়। এটা সব সময়ই স্পেশাল। ভালো লাগছে প্রয়োজনের সময়ে দলের কাজে আসতে পেরে। এই গরমে বোলিং মোটেই সহজ নয়।’ তিনি অবশ্য জানতেন না জাহির, ইশান্তকে পেরিয়ে যাওয়ার কথা। ৩৫ বছর বয়সির কণ্ঠে তাই বিস্ময়, ‘তাই নাকি? জানতাম না তো। আসলে খেলার সময় পরিসংখ্যান মাথায় রাখি না। অবসর সময়েই শুধু পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি করি। ভালো লাগছে যে, উন্নতির পথে রয়েছি, উইকেটও নিচ্ছি। এই পিচে গতিতে বৈচিত্র্য আনা দরকার সফল হওয়ার জন্য। মন্থর গতিতে বল করলে চলবে না। তাই কাঁধের জোর কাজে লাগাতে হচ্ছে।’
দিনের শেষ দুই ওভারে তিন উইকেট হারিয়ে বেকায়দায় ভারত। এখন নিউজিল্যান্ডের ২৩৫ রানকে টপকানোই কঠিন দেখাচ্ছে। জাদেজা তা মেনেও নিয়েছেন, ‘এভাবে পরপর তিন উইকেট পড়বে আমরা ভাবিনি। বোঝাপড়ার অভাব ও ভুল সিদ্ধান্তের জেরে ভুগতে হল। এখন আমাদের ছোট ছোট জুটি গড়ায় নজর দিতে হবে। প্রায় দেড়শো রান পিছনে আমরা। প্রাথমিক লক্ষ্য হল দলকে ২৩০ রানে পৌঁছে দেওয়া।’ ক্রিজে শুভমান গিলের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ। ড্রেসিং রুমে অপেক্ষায় সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জাদেজাও। ব্যাটিং গভীরতা যথেষ্টই। তবে আসল সময়ে তা যে কত ভঙ্গুর হতে পারে, সিরিজের প্রথম দুই টেস্টেই তা পরিষ্কার। সেজন্যই শিবিরে ঘুরপাক খাচ্ছে তিরতিরে আশঙ্কা।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা