বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

এটিকে নাম ওঠায় এবার নিশ্চয়ই
গ্যালারি ভরবে: ব্যারেটো

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ১৯৯৯ সালে এসেছিলেন মোহন বাগানে। বাকিটা ইতিহাস। হোসে রামিরেজ ব্যারেটো মানেই শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসা। বুটজোড়া তুলে রাখলেও প্রাণের ক্লাবের যাবতীয় খবর নখদর্পণে। বর্তমানে রিলায়েন্স অ্যাকাডেমির কোচের পদে রয়েছেন ব্যারেটো। ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর দিলেন তিনি। 
প্রশ্ন: এএফসি এশিয়ান কাপে ভারতকে নিয়ে কতটা আশাবাদী?
ব্যারেটো: সুনীলদের গ্রুপে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া রয়েছে। অজিরা অবশ্যই প্রবলতর প্রতিপক্ষ। ট্যাকটিক্যাল ফুটবল না খেললে বিপদ আছে। এছাড়া র‌্যাঙ্কিংয়ের নিরিখে উজবেকিস্তানও (৭৪) অনেকটাই এগিয়ে। তবে অঙ্ক কষে খেললে ওদেরও আটকানো সম্ভব। আর সিরিয়াকে হারানোর ক্ষমতা ভারতের আছে। আমি তাই আশাবাদী। 
প্রশ্ন: এশিয়ান কাপের পরেই হয়তো অবসর নেবেন সুনীল। কী বার্তা দেবেন?
ব্যারেটো: সুনীলকে বার্তা দেওয়ার প্রয়োজন পড়ে কি? ওর সঙ্গে খেলেছি। খুব কম বয়সে মোহনবাগানে এসেছিল। এখন তো সুনীল আইকন। সেরা মঞ্চে পারফর্ম করা অভ্যাসে পরিণত করেছে। নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টে আলাদা প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ও।
প্রশ্ন: আপনি এখন পুরোদস্তুর কোচিংয়ের সঙ্গে যুক্ত। কোচ ব্যারেটোর পরিকল্পনা কী?
ব্যারেটো: কোচ হিসেবে নিজেকে আরও শিক্ষিত করে তোলাই লক্ষ্য। ‘এ’ লাইসেন্স পাশ করেছি কয়েকদিন আগে। এবার প্রো-লাইসেন্স করব। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না।
প্রশ্ন: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিনেই বোনাস ‘রিমুভ এটিকে’। আপনার প্রতিক্রিয়া কী? 
ব্যারেটো: মোহন বাগান জিতেছে, খুশি তো হবই। আরও ভালো লেগেছে সমর্থকদের কথা ভেবে। ক্লাবের নামের আগে এটিকে মানতে পারছিলেন না অনেকেই। আশা করব, এবার গ্যালারি ভরবে। ফিরবে পুরনো উন্মাদনাও। 
প্রশ্ন: ডেভেলপমেন্ট লিগ এবার অনেক আকর্ষণীয়। আপনি নিজেও একটা দলের কোচ। ভবিষ্যৎ কী?
ব্যারেটো: দীর্ঘদিন এদেশের ফুটবলের সঙ্গে জড়িয়ে। বয়সভিত্তিক দল নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু সিনিয়র দলে এই ছেলেগুলো সেভাবে দাগ কাটতে ব্যর্থ। একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই ঘাটতি মিটিয়ে দিতে পারে ডেভেলপমেন্ট লিগ। এর ফলে প্রচুর প্রতিভা উঠে আসবে। 
প্রশ্ন: এত বছর ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে জড়িত রয়েছেন। সেরা প্রাপ্তি কী?
ব্যারেটো: প্রায় ২৫ বছর হয়ে গেল দেখতে দেখতে। ভারতের মানুষ, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। শুরুতে ইংরাজি তেমন জানতাম না। কথা বলতে অসুবিধা হতো। চোখে জল আসত। প্র্যাকটিসের পর তাই ইংরেজি বই পড়তাম। কথা বলা রপ্ত করার জন্য এক শিক্ষিকার সহযোগিতা পেয়েছি। সবমিলিয়ে আমি তৃপ্ত। শুধুমাত্র সাফল্যের নিরিখে একথা বলছি না।  সমর্থকদের অফুরান ভালোবাসাই আমার পাথেয়। 
20Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা