বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ,
প্রাণে বাঁচলেন বরাতজোরে
চোট মাথায়, পিঠে, লিগামেন্টে, হবে প্লাস্টিক সার্জারি

নয়াদিল্লি: মারাত্মক দুর্ঘটনার শিকার ভারতীয় দলের তারকা কিপার ঋষভ পন্থ। শুক্রবার ভোরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে তাঁর মার্সিডিজ গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুনে জ্বলে ওঠে। বাঁচার মরিয়া চেষ্টায় জানলার কাঁচ ভেঙে বাইরে বের হন পন্থ। রক্তারক্তি হয়ে যায় শরীর। রুরকির কাছে সাকশাম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত হন তিনি। সেখানে এমআরআই হয়। শরীরের নানা জায়গায় চোট রয়েছে তাঁর। তবে বিপদের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন ডাক্তাররা।
মায়ের কাছে যাচ্ছিলেন পন্থ। কিন্তু চমকে দেবেন বলে তা গোপন রেখেছিলেন তিনি। গাড়িতেও ছিলেন একাই। ভোর সাড়ে পাঁচটা ঘটে এই দুর্ঘটনা। শোনা যাচ্ছে তন্দ্রার কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। তখনও দিনের আলো ফোটেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও পোস্টে দেখা গিয়েছে মুখময় রক্ত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পন্থ। গায়ে এক বাস ড্রাইভারের দেওয়া চাদর। হিন্দিতে সেই ড্রাইভারকে নিজের পরিচয় দেন তিনি। বলেন, ‘আমি ক্রিকেটার ঋষভ পন্থ।’ যদিও তাঁকে নাকি চিনতেই পারছিলেন না কেউ কেউ। খবর ছড়িয়েছে, আহত পন্থকে সাহায্য করার বদলে দুর্ঘটনাস্থলে তাঁর টাকা দখলে বেশি মনোযোগ দেন অনেকে। এমনকী. পন্থকেই নাকি অ্যাম্বুলেন্স ডাকতে হয়। 
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘পন্থের কপালে দুই জায়গায় কেটেছে। ছিড়েছে ডান হাঁটুর লিগামেন্ট। ডান কব্জি, গোড়ালি, পায়ের পাতা, পিঠেও রয়েছে চোট।’ পন্থকে যিনি প্রথম চিকিৎসা করেছিলেন, সেই ডাঃ সুশীল নাগর বলেছেন, ‘হাসপাতালে আনার সময় জ্ঞান ছিল ওর। কথাও বলি ওর সঙ্গে। মাকে চমকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে অত সকালে বাড়ি ফিরছিল ও। লাফিয়ে জানলার কাঁচ ভেঙে বেরিয়েছিল বলে চোট পেয়েছিল পন্থ। পিঠের ত্বক ছড়ে গিয়েছে অনেকটাই। তবে দেহে পুড়ে যাওয়ার কোনও চিহ্ন নেই। কোনও হাড়ও ভাঙেনি। ফলে খুব সিরিয়াস অবস্থা নয় ওর।’ পরে ম্যাক্স হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাঃ দিশান্ত ইয়াগ্নিক বলেন, ‘এখনও পরীক্ষা চলছে পন্থের। এই মুহূর্তে ওর অবস্থা স্থিতিশীল। কথা বলছে ও। কোথাও অস্বস্তি হচ্ছে কিনা, তা জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থোপেডিক সার্জনরা দেখছেন ওকে। অভ্যন্তরীণ কোনও চোট রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। প্লাস্টিক সার্জারি হবে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরের গোড়ায় টি-২০ ও ওডিআই সিরিজের ভারতীয় দলে নেই পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এই দুর্ঘটনার ফলে পন্থের পক্ষে ওই সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়ল। 
25Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা