বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

গৃহস্থের সর্বস্ব লুটের পর নাটক
করে গাঁ উজাড়, ধৃত পরিচারিকা
দুর্গাপুরের বাড়ি থেকে উদ্ধার ১৫ লক্ষ টাকার সামগ্রী

 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সকালে নিখুঁত অপারেশন চালিয়ে গৃহস্থের সর্বস্ব লুট করে। তারপর বিকেলে নিজেই চুরি হয়েছে বলে চেঁচিয়ে কার্যত পাড়া মাথায় তুলল পরিচারিকা। তিন বছরের বিশ্বস্ত পরিচারিকার বাড়ির সবকিছু ছিল নখদর্পণে। সেই বিশ্বাসের সুযোগে নকল চাবি হাতিয়ে সোনা ও রুপোর সামগ্রী লুট করে। তারপর বাড়িতে চোর পড়ার নাটক করে পরিচারিকা মিঠু হাজরা ওরফে মিষ্টু। তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ২৩টি সোনার আংটি, হার, মুকুট, বালা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগর এলাকায়। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি(পূর্ব) কুমার গৌতম বলেন, ওই মহিলাকে গ্রেপ্তার করে চোরাই মাল উদ্ধার করা সম্ভব হয়েছে। শহরবাসীকে আরও সতর্ক থাকতে হবে।রবিবার বিকেলে বিধাননগরের কালীগঞ্জ তেথিখোলা এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারের পরিচারিকা মিঠু ‘বাবুর ফ্ল্যাটে সব চুরি হয়ে গিয়েছে’ বলে চিৎকার করতে করতে কান্না জুড়ে দেয়। তার কান্না শুনে এলাকার বাসিন্দারা জড়ো হন। কর্মস্থল থেকে ছুটে আসেন ফ্ল্যাটের মালিক দম্পতি। দেখা যায়, বাড়ির ডুপ্লিকেট চাবি গেটে ঝুলছে। আলমারি খোলা। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। খোয়া গিয়েছে সোনা ও রুপোর সব অলঙ্কার। পুলিসকে পরিচারিকা জানায়, মালিকের মা একই আবাসনের নীচের তলার ফ্ল্যাটে থাকেন। প্রতিদিন তাঁর কাছ থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে বিকেলে বাড়ির কাজ করতে আসে সে। ওইদিনও বিকেলে চাবি নিয়ে ফ্ল্যাটে আসার সময় দেখেন, ফ্ল্যাটের মূল গেটের তালা আগে থেকেই ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা। পরিচারিকাই আগ বাড়িয়ে কী কী দেখেছে তা পুলিসকে জানাতে থাকে। সোমবার বিকেলেও সময় মতো কাজেও এসেছিল সে। তার কথায় অসঙ্গতি থাকায় মালিকের সন্দেহ হয়। পুলিসও জেরা শুরু করে মিঠুকে। দীর্ঘ জেরায় ভেঙে পড়ে সব স্বীকার করে। 
পুলিস জানিয়েছে, ওই ফ্ল্যাটে থাকতেন তনুময় রক্ষিত ও তাঁর স্ত্রী রূপকথা চাকি। তাঁরা দু’জনেই দুটি বেসরকারি হাসপাতালের উচ্চপদে কর্মরত। স্বামী-স্ত্রী ডিউটি বেরিয়ে গেলে পাঁচ বছরের ছেলে তার ঠাকুমার কাছে নীচের ফ্ল্যাটে থাকত। বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে মিঠু নীতাদেবীর কাছে চাবি নিয়ে ফ্ল্যাট খুলে কাজ করত। রবিবার আলমারির লক করতে ভুলে গিয়েছিলেন রূপকথাদেবী। সেই সুযোগে আলমারি খুলে সোনা, রুপোর গয়না হাতিয়ে নেয় সে।  তনুময়বাবু বলেন, আমার শ্যালকের বিয়ে থাকার জন্য গয়না ব্যাঙ্কের লকার থেকে বাড়িতে আনা হয়েছিল। সেই সুযোগ কাজে লাগায় মিঠু। পুলিস সব গয়না উদ্ধার করেছে। পুলিসকে অনেক ধন্যবাদ।  ধৃত পরিচারিকার বাড়িতে উদ্ধার হওয়া সোনার গয়না। নিজস্ব চিত্র
21Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা