বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কংগ্রেসের বিপুল জয়ে জোটের পালে হাওয়া

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের বিরুদ্ধে এক। এই ফর্মুলাকেই মান্যতা দিল কর্ণাটকবাসী। কংগ্রেসের একক গরিষ্ঠতাপ্রাপ্তি মূলত সেই কারণে। আর তাই শনিবার তাদের ‘ঐতিহাসিক’ জয়ে বিরোধী মহাজোটের পালেও লেগেছে জোর হাওয়া। দক্ষিণের এই রাজ্যে যুদ্ধ ছিল ত্রিমুখী। কংগ্রেস ও জেডিএসের মধ্যে বিরোধী ভোট বিভাজনের পূর্ণ সুযোগ নিতে অপেক্ষায় ছিল বিজেপি। কিন্তু সেটা হয়নি। ভোটাররা কংগ্রেস, বিজেপির মধ্যে যে কোনও একপক্ষকে বেছে নিয়েছে। সমাজের সর্বস্তরেই দেখা গিয়েছে যাঁরা মোদিবিরোধী, তাঁদের সিংহভাগের ভোট পড়েছে রাহুল গান্ধীর দলের ঝুলিতে। ফলে বিজেপি বিরোধী তামাম রাজনৈতিক মহলের কাছে গিয়েছে স্বস্তির বার্তা। কারণ, কংগ্রেসের আশাতীতভাবে এই শক্তিশালী হওয়া আদতে দেশজুড়ে বিরোধী মহাজোটের হাওয়ারই নামান্তর। সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার দলের পুনরুজ্জীবনের অর্থ, সম্ভাব্য সেই জোটের শক্তিবৃদ্ধি।  
সেই অভিমুখে এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। এত দিন যে দৃশ্য বিজেপির সদর দপ্তরে দেখে অভ্যস্ত দিল্লিবাসী, শনিবার সেই ছবি দেখা যায় আকবর রোডে কংগ্রেস অফিসেও। অর্থাৎ, কর্মী সমর্থকের ঢেউ। চতুর্দিকে রাহুল... রাহুল... জয়ধ্বনি এবং পুষ্পবৃষ্টি। সেসবের মধ্যেই তিনি হাজির হন জনতার সামনে। বলেন, ‘আমরা ঘৃণার রাজনীতি করিনি। আমরা ভালোবাসার কথা বলেছি। মানুষ সাড়া দিয়েছে।’ এহেন ফলাফলে নিজের দলকেও বিশেষ কৃতিত্ব দেননি রাহুল। বরং স্পষ্ট বলেছেন, আগামী দিনে গোটা দেশের সব রাজ্যে বিজেপির এই হাল হবে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে যেখানে লড়াই করবে, তাদের মানুষ সমর্থন করবে দু’হাত তুলে। সব মিলিয়ে কর্ণাটকের ফলাফল জোটের রাস্তা অনেক মসৃণ করে দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
উল্টোদিকে মোদি এবং অমিত শাহের কাছেও এদিন বার্তা পাঠিয়েছে কর্ণাটক। আর সেটা যথেষ্ট বেদনাদায়ক। কারণ, কংগ্রেস-মুক্ত ভারত দূরঅস্ত! বরং, ২০২৪ সালে অনেক শক্তিশালী বিরোধী জোটের সম্মুখীন হতে হবে। অতি আগ্রাসী রাজনীতিতে নিজেদের সব জোটসঙ্গীকে হারিয়েছে বিজেপি! এনডিএ প্রায় নেই-ই। অতএব, মোদি এখন একা! কর্ণাটক, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ—এই চার রাজ্য থেকে ২০১৯ সালে সবথেকে বেশি আসন পেয়েছিলেন তিনি। ২০২৪’এর আগে এই চার রাজ্যে বিজেপি বিপর্যস্ত হলে মোদিকেও পরাস্ত করা সম্ভব বলে নিশ্চিত বিরোধী দলগুলি।
20Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা