দেশ

পিতৃত্বের অধিকারেও কোপ কেন্দ্রের! 
হাইকোর্টের দ্বারস্থ নিঃসন্তান দম্পতি

শুভঙ্কর বসু, কলকাতা: সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য রাই কিংবা ক্যাটরিনা কাইফ! একের পর এক সুন্দরীর সঙ্গে বলিউডি ভাইজানের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ালেও আজও ব্যাচেলর তিনি। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও বাবা হওয়ার ইচ্ছে চেপে রাখেননি সলমন খান। সম্প্রতি এক টক-শো’য় তিনি বলেন, ‘প্ল্যান থা। আব ল কে হিসাব সে ওহ তো হিন্দুস্থান মে নেহি হো সাকতা।’ তাঁর এই আক্ষেপ যথাযথ! বয়সসীমার পাঁচিল তুলে পিতৃত্ব ও মাতৃত্বের অধিকারে কোপ বসিয়েছে কেন্দ্রীয় সরকার। রীতিমতো আইন করে সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। এর জেরে কৃত্রিম উপায়ে সন্তানলাভে বঞ্চিত হচ্ছেন অসংখ্য নারী-পুরুষ। ‘সিঙ্গল ফাদার’ বা ‘সিঙ্গল মাদার’ হতে চাওয়া নারী-পুরুষের ইচ্ছা পূরণ হচ্ছে না। মূলত নিঃসন্তান দম্পতিরা বেশি সমস্যায় পড়ছেন। তাই সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক নিঃসন্তান দম্পতি। 
স্বাভাবিক উপায়ে সন্তানলাভে বঞ্চিত লাখো দম্পতির ভরসা কৃত্রিম উপায় অবলম্বন। কেন্দ্রের সংশ্লিষ্ট আইনের (দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি রেগুলেশন অ্যাক্ট, ২০২১) ২১জি ধারায় বলা হয়েছে, কৃত্রিম উপায়ে সন্তানলাভের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের বয়সের নিম্নসীমা ২১ বছর। পুরুষের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ এবং নারীর ক্ষেত্রে তা ৫০ বছর। দম্পতির কোনও একজনের বয়স এই সীমা অতিক্রম করলে কৃত্রিম উপায়ে সন্তান ধারণে ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন তাঁরা। আইনের এই ধারাকেই চ্যালেঞ্জ করেছেন ওই দম্পতি। ২০১০ সাল থেকে তাঁরা নানা উপায়ে সন্তান নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁদের ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ বা আইভিএফ পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন চকিৎসকরা। সেই সময় স্বামীর বয়স ছিল ৫২। কিন্তু বাধ সাধে কোভিড পরিস্থিতি। ২০২০ সালের মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় তাঁরা ওই পদ্ধতি গ্রহণ করতে পারেননি। ২০২২ সালের জুলাইয়ে আইভিএফের ব্যাপারে কথা বলতে গেলে তাঁদের জানানো হয়, স্বামীর বয়স ৫৫ বছর পেরিয়ে গিয়েছে। তাই আইনত তাঁরা এর জন্য অনুপযুক্ত। 
বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানিতে দম্পতির আইনজীবী দাবি করেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মত না নিয়েই আইনে বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের আইনজীবী পাল্টা বলেন, এনিয়ে শীর্ষ আদালতেও মামলা বকেয়া রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ওই নির্দিষ্ট ধারা সহ গোটা আইনটি নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি ভট্টাচার্য। নির্দেশে তিনি উল্লেখ করেছেন, জার্মানি, স্পেন, ইউনাইটেড কিংডম ও পর্তূগালের মতো দেশগুলিতে এই ধরনের আইনে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। সাংবিধানিক অধিকারের প্রশ্নেও এই আইন কিছু ক্ষেত্রে নিরুত্তর। বয়সসীমার মধ্যে থাকা স্ত্রীর মাতৃত্বের অধিকার প্রসঙ্গেও আইনে কোনও সুপারিশ নেই। সবশেষে অন্তর্বর্তী নির্দেশে বিচারপতি মমালাকারী দম্পতিকে সম্তানলাভের সুযোগও দিয়ে রেখেছেন তাঁর নির্দেশ, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বামীর শুক্রাণু সংগ্রহ ও  সংরক্ষণ করতে হবে। উভয় পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহে ফের মামলাটির শুনানি হতে পারে।       
19Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা