বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই বিধায়কদের, এ কেমন সরকার?’
রাজস্থানে গেহলট-পাইলট কোন্দল
নিয়ে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর

জয়পুর ও নয়াদিল্লি: রাজস্থানে কংগ্রেসের দুই শীর্ষ নেতার কোন্দলে বিরাম নেই। রাখঢাক না করে প্রকাশ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। একদিন আগে শচীন পাইলট মন্তব্য করেন, ‘মনে হচ্ছে, সোনিয়া গান্ধী নন, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেত্রী বসুন্ধরা রাজে।’ প্রদেশ কংগ্রেসের এই বিবাদকে হাতিয়ার করেই বুধবার রাজস্থানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে তাঁর ঠেস, (রাজস্থান) সরকারের সবাই পরস্পরকে অসম্মান করার প্রতিযোগিতায় নেমেছে। এই সরকার তার নিজের বিধায়কদেরই বিশ্বাস করে না। বিধায়কদেরও আস্থা নেই মুখ্যমন্ত্রীর (গেহলট) উপর। মুখ্যমন্ত্রীর (কংগ্রেস সরকারের) চেয়ারই পাঁচ বছর ধরে নড়বড়ে। এ কেমন সরকার? রাজস্থানের উন্নয়ন নিয়ে ভাববে কে?
৫ হাজার ৫০০ কোটি টাকার একঝাঁক উন্নয়নমূলক প্রকল্প চালুর অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন মরুরাজ্যে আসেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অশোক গেহলট। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চেও উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। নাথদ্বারার ওই অনুষ্ঠানে গেহলট বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রীর হাত ধরে আজ জাতীয় সড়ক ও রেল প্রকল্প চালু হবে। আমি খুশি। রাজস্থানে ভালো কাজ হয়েছে।’ এরপরই এই প্রবীণ কংগ্রেস নেতা দাবি করেন, উন্নয়নের নিরিখে এখন গুজরাতকে (মোদির রাজ্য) পিছনে ফেলে দিয়েছে রাজস্থান। সেই সঙ্গেই প্রধানমন্ত্রীকে নিশানা করে গেহলটের তির্যক মন্তব্য, সরকারের উচিত বিরোধীদের সম্মান করা। গণতন্ত্রে সেটাই কাম্য। তাহলে সরকার ও বিরোধী শিবির হাত মিলিয়ে অনেক ভালোভাবে দেশের সেবা করতে পারে। আশা করি প্রধানমন্ত্রী সেই দিশাতেই এগবেন। শুধু তাই নয়, রাজস্থানে ঝুলে থাকা বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে সেদিকে প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই বক্তব্য রাখতে উঠে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মোদি। তাঁর কটাক্ষ, ‘নেতিবাচক মানসিকতার কিছু মানুষ দেশে ভালো কিছু দেখতেই চান না। তাঁরা শুধুই বিতর্ক সৃষ্টি করতে চান। নেতিবাচক ভাবনার মানুষের কোনও দূরদৃষ্টি থাকে না। রাজনৈতিক স্বার্থের বাইরে তাঁরা অন্য কিছু ভাবতেও পারেন না।’
20Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা