বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ইফতারের সামগ্রী থাকা সেনার গাড়িতে হামলা
ঈদে উত্সবহীন পুঞ্চের গ্রাম

ফিরদৌস হাসান, শ্রীনগর: ইফতারের ফল ও অন্যান্য সামগ্রী আসছিল সেনার একটি গাড়িতে। গত বৃহস্পতিবার সেটিকেই নিশানা করেছিল জঙ্গিরা। তাদের ছোড়া গ্রেনেডে শহিদ পাঁচ জওয়ান। তাই ‘খুশির ঈদে’ মন ভালো নেই কাশ্মীরের পুঞ্চ জেলার সাঙ্গিয়োতে গ্রামের বাসিন্দাদের। নমো নমো করে এবারের উত্সব কাটালেন তাঁরা। গ্রাম প্রধান মুক্তিয়ার খান বলেন, এবারের ঈদে কোনও জাঁকজমক ছিল না।  বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা আমাদের ইফতারের জন্যই বিভিন্ন সামগ্রী আনছিলেন। তাঁদের মৃত্যুতে সকলেরই খুব মন খারাপ। তাই নীরবেই এবার ঈদ কাটানোর সিদ্ধান্ত হয়েছে। শহিদ জওয়ানদের জন্যও বিশেষ প্রার্থনা করেছেন গ্রামবাসীরা।’ 
সাঙ্গিয়োতে গ্রামের জনসংখ্যা সাড়ে তিন হাজারের মতো। এরমধ্যে ৬০ শতাংশই প্রাক্তন সেনা-জওয়ান। তাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনও খামতি রাখেননি তাঁরা। আমির খান নামে আর এক গ্রামবাসী জানান, সমবেতভাবে জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারে আমাদের ঈদ উত্সব শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। 
এদিকে, হামলাকারীদের হদিশ পেতে ভাটা ধুরিয়ান-টোটা গালি সহ পার্শ্ববর্তী এলাকায় জোর তল্লাশি শুরু হয়েছে। ড্রোন, স্নিপার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বিএসএফ, এনএসজি ও পুলিসের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন। জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারাও এলাকাটি পরিরদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদ করতে ১৪ জনকে আটক করা হয়েছিল। কয়েকজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের হদিশ মিলবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। 
21Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা