বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বিলকিস বানোর ধর্ষকের সঙ্গে এক
মঞ্চে বিজেপির সাংসদ ও বিধায়ক

দাহোদ: গুজরাতে সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত এক ব্যক্তি। তাঁর পাশেই বসেছিলেন বিজেপি সাংসদ যশবন্ত ভাভোর ও তাঁর বিধায়ক ভাই শৈলেশ। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। কীভাবে ধর্ষকের সঙ্গে তাঁরা একমঞ্চে রইলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। একটি ছবি পোস্ট করে টুইটারে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, আমি এই রাক্ষসদের জেলের ভিতরে দেখতে চাই। কারাগারের চাবি অনেক দূরে ফেলে দিতে হবে। এরপরই বিজেপি সরকারকে নিশানা করে তিনি লিখেছেন, যে শয়তান সরকার ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা করেছে, তাদের নির্বাচনে শিক্ষা দিতে হবে। আমি চাই, ভারত নিজের নৈতিক গৌরব পুনরুদ্ধার করুক। 
জানা গিয়েছে, দাহোদ জেলার লিমখেদায় প্রায় ১০২ কোটি টাকা প্রকল্পের শিল্যান্যাসের জন্য এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চের প্রথম সারিতেই বসেছিলেন দোষী সাব্যস্ত শৈলেশ ভাট। তার পাশেই ছিলেন সাংসদ ও বিধায়ক। শনিবারের ওই অনুষ্ঠানে যোগদানের কথা স্বীকারও করেছেন শৈলেশ। তিনি জানিয়েছেন,‘পুজোর জন্য ওখানে গিয়েছিলাম।’ দাহোদের জেলা তথ্য বিভাগও তাঁর একটি ছবি প্রকাশ করেছে। তাতে সাংসদ তথা সংখ্যালঘু মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী যশবন্তের পাশে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। 
উল্লেখ্য, গত বছর বিলকিস কাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনকে আগাম মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। তাদের ওই সিদ্ধান্ত নিয়ে তুমুল জলঘোলা হয়েছিল। মুক্তির বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিলকিস। বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চ আগামী ১৮ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছে। সেইসঙ্গে, এই নিয়ে কেন্দ্র, গুজরাত সরকার ও দোষী সাব্যস্তদের নোটিসও পাঠানো হয়েছে। আদালত জানিয়েছে, বিষয়টি বিস্তারিতভাবে শোনা জরুরি। পরবর্তী শুনানির দিন গুজরাত সরকারকে আগাম মুক্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র জমা দিতে  নির্দেশও দিয়েছেন বিচারপতিরা।   
22Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা