বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

লোন দেওয়ার নামে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
গুজরাত থেকে গ্রেপ্তার 
ব্যাঙ্কের চিফ ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ১০ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বেসরকারি সংস্থার মালিকের কাছ থেকে ২৪ লক্ষ টাকা ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চিফ ম্যানেজারকে শনিবার গুজরাত থেকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম উৎপল সমাজপতি। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী এই খবর জানিয়েছেন। ঘটনার সূত্রপাত  ২০২১ সালের  নভেম্বর মাসে।  সে সময় মুম্বইতে কর্মরত ছিলেন এই ব্যাঙ্ককর্তা। বেসরকারি সংস্থার মালিক পঙ্কজ দাসের অভিযোগ, তাঁকে ১০ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৪ লাখ টাকা ঘুষ নেন এই ব্যাঙ্ককর্তা। কিন্তু প্রতিশ্রুতি মতো লোন করে দিতে পারেননি ওই ব্যাঙ্ককর্তা। এমনকী বারবার তাগদা দেওয়া হলেও ২৪ লাখ টাকাও ফেরত দেননি তিনি। বাধ্য হয়ে শহরের ঠাকুরপুকুর থানায় ওই ব্যাঙ্ককর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যবসায়ী। বারবার নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও, ব্যাঙ্ককর্তা তদন্তে সহযোগিতা করছিলেন না বলে গোয়েন্দাদের অভিযোগ। বর্তমানে গুজরাতের ভদোদরাতে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত ছিলেন অভিযুক্ত এই ব্যাঙ্ককর্তা। এরপরই লালবাজারের গোয়েন্দাদের একটি টিম শনিবার ভদোদরা থেকে গ্রেপ্তার করে তাঁকে। ধৃতকে আদালত তাঁকে ২১ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।  
22Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা