বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লির পুজোয় দানাশস্যের
প্রচারে স্বাস্থ্যমন্ত্রক

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়ে গেল নবরাত্রি। মন্দিরে মন্দিরে জ্বলে উঠেছে আলোর মালা। লালকেল্লার সামনে রামলীলায় আরম্ভ হয়েছে ভিআইপিদের অভিনীত রামলীলা। প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছে পুজোর আয়োজনে। শামিল আমলারাও। আর এই সুযোগে আগামী বছর আন্তর্জাতিক দানাশস্য বর্ষের প্রচার সেরে নিতে চাইছে মোদি সরকার। কারণ, বাঙালিদের পুজো মানেই একজোট হয়ে ভোগের আয়োজন, সাস্কৃতিক অনুষ্ঠান। দিল্লিতে প্রায় প্রতিটি পুজো মণ্ডপেই বিনামূল্যে মেলে ভোগ... খিচুড়ি, ফ্রায়েড রাইস, নবরত্ন তরকারি, পায়েস, মিষ্টি সহ আরও অনেক কিছু। এটিকে সামনে রেখে আগামী বছর আন্তর্জাতিক দানাশস্য (মিলেটস) বর্ষ উদযাপনের কথা মনে করাতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে—স্রেফ প্রথাগত চাল-ডালের খিচুড়ি নয়, সঙ্গে দিন জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা দানার ভোগ। জলখাবারেও যুক্ত হোক দানাশস্যের পদ। কয়েকটি পুজো সমিতিকে আর্থিক অনুদান দিয়ে এই মর্মে প্রচারের পরিকল্পনা ছকে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের অন্তর্গত ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া’।
প্যাটেল নগর পুজো সমিতির ৫৭ বছরের দুর্গা আরাধনায় এবার থিমই দানাশস্য, জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা শেলী ভৌমিক। পুজোর আয়োজনে এবার জোর দেওয়া হয়েছে পরিবেশ বান্ধবে। ‘নো প্লাস্টিক’, কলাপাতায় মিলবে ভোগ। ঠাকুরও সেজে উঠছে শোলায়। নিউ দিল্লি কালীবাড়িতে তৈরি হচ্ছে প্রতিমা। এখানকার পুজোয় এক সময় আসতেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অন্যদিকে, অভিজাত লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্কে নয়াদিল্লি সর্বজনীন দুর্গা পূজা সমিতির হয়ে আয়োজনে শামিল আমলারা। সমিতির সাধারণ সম্পাদক অতসী চৌধুরী জানিয়েছেন, সপ্তমীতে পুজোর উদ্বোধন করবেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকার। বাকি দিনগুলিতে লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে শুরু করে ভূপেন্দ্র যাদব, কিরণ রিজিজু, এস ‌঩জয়শঙ্করের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা করবেন বিশেষ আরতি। অংশ নেবেন ধুনুচি নাচে। মুর্শিদাবাদের হস্তশিল্পীদের কারিগরিতে সেজে উঠবে প্রতিমা সহ প্যান্ডেল। এছাড়া মেহরলির আমরা সবাই পুজো কমিটি, ময়ুরবিহার বঙ্গীয় ঐক্য স঩ম্মিলিনীর সম্পূর্ণ বাংলার সাজে পুজোর পাশাপাশি রোহিনী পুজো সমিতির ঘরোয়া আয়োজনও নজর কাড়বে প্রবাসের বাঙালিদের।
শুধু বাঙালিই বা কেন? সোসাইটি-সংস্কৃতির দিল্লির পুজোয় অংশ নেন অবাঙালিরাও। কোভিড পর্ব কাটিয়ে দু’ বছর পর ফের পুজো খোলামেলা। কোভিড বিধির কড়াকড়িহীন। ঝাণ্ডেওয়ালা মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়। ১৮ শতকে আরাবল্লী পর্বতমালার ঝর্ণার নীচে শ্বেত পাথরের আদ্যাশক্তির মূর্তি কুড়িয়ে পেয়েছিলেন এক কাপড় ব্যবসায়ী। আজকের করোলবাগ এলাকায় সেই মূর্তি দর্শনেই ভিড় নবরাত্রিতে। তার পাশাপাশি চলছে দুর্গা পুজোর আয়োজন। হবে না-ই বা কেন? বাঙালির উৎসব যে এখন সম্মানিত গোটা বিশ্বেই। ইউনেস্কো দিয়েছে ‘অধরা ঐতিহ্য‌’র মর্যাদা!
28Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা