বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

যোগীরাজ্যে ফের মসজিদে বুলডোজার

কুশিনগর: হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হল মসজিদ। বেআইনিভাবে তিনতলা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। যদিও তা মানতে নারাজ মসজিদ কর্তৃপক্ষ।
কুশিনগর জেলার এই মসজিদ ভেঙে ফেলতে এর আগেও তৎপর হয়েছিল যোগী সরকার। প্রশাসনের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে উচ্ছেদ কাজে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। গত ৮ ফেব্রুয়ারি রবিার এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়। তার পরের দিনই ফের ময়দানে নেমে পড়ে প্রশাসন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রবিবার সকাল ১০টা থেকে মদনি মসজিদ ভাঙার কাজ শুরু করে কুশিনগর জেলা প্রশাসন। আনা হয়েছিল বুলডোজার। বিক্ষোভ এড়াতে ওই দিন ভোরের আলো ফুটতে না ফুটতে বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন সার্কেল অফিসার, এসডিএম সহ পদস্থ আধিকারিকরা। সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বিবাদের সূত্রপাত ১৯৯৯ সালে। বেআইনিভাবে মসজিদ নির্মাণের অভিযোগ করেন রাম চরণ সিং নামে স্থানীয় এক নেতা। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ না করায় বিষয়টি থিতিয়ে গিয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে স্থানীয় পুর কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিলে ফের জলঘোলা হয়। প্রশাসনের দাবি, নথি চেয়ে মসজিদ কর্তৃপক্ষকে তিন বার নোটিস পাঠানো হলেও কোনও জবাব আসেনি। যার পরিপ্রেক্ষিতে মসজিদটিকে অবৈধ ঘোষণা করে প্রশাসন। যদিও মসজিদ কমিটির প্রধান হাজি হামিদ অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের কাছে সমস্ত নথি রয়েছে বলেও দাবি করেন তিনি।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা