বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জম্মু থেকে কাশ্মীর রুটে বন্দে ভারতের উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি

ফিরদৌস হাসান, শ্রীনগর: রেল যোগাযোগের ক্ষেত্রে কাশ্মীর উপত্যকায় খুলে যেতে চলেছে নতুন দিগন্ত। ১৭ ফেব্রুয়ারি জম্মু থেকে কাশ্মীরগামী ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই রেলপথে জুড়ে যাবে দুই উপত্যকা। ইতিমধ্যে উধমপুর-শ্রীনগর-বারামুলা (ইউএসবিআরএল) রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে। বেশ কয়েক দফায় ট্রায়ালও সম্পূর্ণ। প্রথম থেকেই এই রুটে চলবে বিশেষভাবে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। এক আধিকারিক জানিয়েছেন, ‘কাশ্মীরের রেল যোগাযোগের ক্ষেত্রে কয়েক বছরের সাধনা, ইঞ্জিনিয়রদের উদ্ভাবনী ক্ষমতা বাস্তবায়িত হতে চলেছে। খুব শীঘ্র এই ঐতিহাসিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে।’ 
এই রেল প্রকল্প বাস্তবায়নে কতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, তা একটি পরিসংখ্যান থেকেই পরিষ্কার। প্রকল্পের মধ্যেই রয়েছে অঞ্জি খাদ সেতু। এতে রয়েছে ৩৩১ মিটার স্তম্ভ। আর চেনাব ব্রিজের স্তম্ভের উচ্চতা ৩৫৯ মিটার। দুই সেতুর স্তম্ভের উচ্চতাই ছাপিয়ে গিয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের ৩৩০ মিটার উচ্চতা। প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, এই সেতুগুলি শুধু যোগাযোগ ব্যবস্থাই গড়ে তুলবে না, ভারতের প্রযুক্তিগত সাফল্যের নিশানও বহন করবে। 
শীতে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা পৌঁছে যায় হিমাঙ্কের নীচে। সেই প্রতিকূল পরিস্থিতিতেও যাতে রেল যাগোযোগে বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ বন্দে ভারত কোচ তৈরি করা হয়েছে। এতে থাকছে উন্নত প্রযুক্তির জলবায়ু প্রতিরোধী ব্যবস্থা। বায়ো টয়লেট এবং পানীয় জল যাতে জমে না যায় তার ব্যবস্থাও। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা