বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আজ কুম্ভে মাঘী পূর্ণিমার শাহি স্নান,   যানজটের জেরে জারি ট্রাফিক নির্দেশিকা

মহাকুম্ভ নগর: আজ পূর্ণকুম্ভে মাঘী পূর্ণিনার শাহি স্নান। পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কুম্ভমুখী। তীব্র যানজটের জেরে নাজেহাল আম জনতা। ইতিমধ্যে গাড়ির লম্বা লাইনের বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে চতুর্থ শাহি স্নানের প্রাক্কালে ট্রাফিক নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। সরকারি তথ্য জানাচ্ছে, ইতিমধ্যে সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন ৪৫ কোটির বেশি মানুষ। শুধুমাত্র মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত কুম্ভে ভিড় জমিয়েছিলেন প্রায় ৭৫ লক্ষ পুণ্যার্থী! এদিন সপরিবারে সঙ্গমে হাজির ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। 
মাঘী পূর্ণিমার আগে যানজট আর বিপদ এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিড় সামলাতে মঙ্গলবার ভোর চারটে থেকেই মেলা প্রাঙ্গণে গাড়ির প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে গোটা শহরেই এই নিয়ম চালু করা হয়। যানজট রুখতে বিভিন্ন রুট দিয়ে আসা গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের জায়গা ঠিক করা হয়েছে। সরকারের নির্দেশ, পুণ্যার্থীদের হেঁটে ঘাট পর্যন্ত যান। পুণ্যার্থীরা মেলাপ্রাঙ্গণ না ছাড়া পর্যন্ত যানবাহনের উপর এই নির্দেশিকা বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি। পড়ুয়াদের কথা মাথায় রেখে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্লাস হচ্ছে অনলাইন মাধ্যমে। 
ইতিমধ্যে প্রয়াগরাজগামী একাধিক সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টার গাড়িতেই বসে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের। অযোধ্যা থেকে আসা এক পুণ্যার্থীর কথায়, ‘সোমবার রাত থেকে মাত্র ৪০ কিমি এগিয়েছি। সন্ধ্যা সাতটা থেকে যানজটে আটকে আছি। ঘুমোতে হয়েছে গাড়িতে। আম জনতা ধৈর্য হারিয়ে ফেলছে। আর তাতেই অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে।’ আর একজনের কথায়, ‘যানজটের জেরে নাজেহাল অবস্থা। সাধারণত এই যাত্রায় চার ঘণ্টা সময় লাগে। এখন ১২ ঘণ্টা লাগছে।’ 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা