বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ধৈর্য্য ও জনগণের আস্থা অর্জনই নেতার গুণ, মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ‘আমিত্ব’-এর বুলি আওড়ে চলেছেন তিনি। গত লোকসভা নির্বাচনে ঠোক্কর খাওয়ার পর থেকে আমিত্ব ছেড়ে ‘আমরা’ বলতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সোমবার নেতার গুণ বলতে একসঙ্গে কাজের মানসিকতার উপর জোর দিলেন তিনি। বললেন, ‘দলবদ্ধভাবে কাজ করা, অপরের আস্থা অর্জন এবং ধৈর্যশীল থাকাই আদর্শ নেতার গুণ। আর সব থেকে বড় ব্যাপার হল নেতা ক্রমাগত নিজেকে বদলাবেন। আত্মসংশোধনের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন তিনি। এভাবেই হয়ে উঠবেন সকলের প্রিয়পাত্র।’ তাঁর কথায়, ‘নেতৃত্ব কাউকে তুলে দেওয়া যায় না। এরজন্য ক্রমাগত নিজেকে বদলাতে হবে। দলবদ্ধভাবে কাজ করা শিখতে হবে। ধৈর্য্য, জনগণেরর আস্থা অর্জন খুবই জরুরি।’ 
পরীক্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সামনে এসেছে প্রধানমন্ত্রীর চলতি বছরের ‘পরীক্ষা পে চর্চা’। সোমবার সকাল ১১টা নাগাদ সম্প্রচারিত সেই অনুষ্ঠানের প্রথম পর্বে পড়ুয়াদের সঙ্গে মতামত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন দিল্লির ‘সুন্দর নার্সারি’র পড়ুয়াদের সঙ্গে নিজের চিন্তা ভাগ করে নেন তিনি। ‘পেহলে দর্শনধারী, পিছে গুণবিচারী’ এই মতের শরিক নন প্রধানমন্ত্রী। মোদির কথায়, ‘কেউ কুর্তা-পাজামা পরল। বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে বেরাল। বিষয়টি এমন নয়। অপরের ভুল ধরাটাও কোনও কাজের কথা নয়। বরং নিজেকে দৃষ্টান্তযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।’ 
অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, ‘সন্তানদের পছন্দসই বিষয়ে পড়াশোনায় উৎসাহিত করুন।’ এক পড়ুয়া তাঁকে জিজ্ঞাসা করেন, বাবা-মাকে কীভাবে নিজেদের পছন্দের বিষয়টি জানাব? উত্তরে প্রধানমন্ত্রী শচীন তেন্ডুলকরের উদাহরণ টানেন। বলেন, ‘শচীন পড়াশোনায় উৎসাহী ছিলেন না। তবে বাবা-মা এবং শিক্ষকরা তাঁর আগ্রহের বিষয়টি বুঝতে পারেন। এতে তাঁর জীবন বদলে যায়।’ প্রধানমন্ত্রী না হলে তিনি স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রক বেছে নিতেন বলে জানিয়েছেন মোদি। কেরলের স্কুল পড়ুয়া অক্ষণার হিন্দি শুনে তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা