বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী পদে মহিলা মুখ? চর্চা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফলপ্রকাশের পর থেকেই রাজধানী দিল্লির সর্বত্র প্রধান চর্চা কে হবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত সবেচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার ছেলে পরবেশ। কিন্তু সোমবারই দিল্লির রাজনীতিতে অন্য চর্চা শুরু হয়েছে। বলা হচ্ছে, গত কয়েকটি রাজ্যের ভোটের ফল প্রকাশের পর প্রবণতা হল, কম পরিচিত কোনও নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। যদি সেই ‘ট্রেন্ড’ দিল্লিতেও বজায় থাকে, তবে কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলারের তকমা পাওয়া পরবেশের শিঁকে ছেড়ার সম্ভবনা কমবে। বরং প্রয়াত সুষমা স্বরাজের পর দিল্লির মসনদে কি ফের মহিলা মুখ দেখা যাবে— এনিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সোমবার যে চারটি নাম নিয়ে প্রবল আলোচনা চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম রেখা গুপ্তা। শালিমার বাগ কেন্দ্র থেকে সাড়ে ২৯ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। আরও কয়েকজন মহিলা বিধায়কের নামও প্রবলভাবে আলোচিত হচ্ছে। যেমন গ্রেটার কৈলাসে জয়ী বিজেপি প্রার্থী শিখা রাই। তিনি জিতেছেন ৩ হাজারের বেশি ভোটে। পরাজিত করেছেন আপ হেভিওয়াট সৌরভ ভরদ্বাজকে। নজফগড় কেন্দ্রে জয়ী হয়েছেন নীলম পহেলওয়ান। আপ প্রার্থীকে হারিয়ে ওয়াজিরপুর কেন্দ্রে জয়ী হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট পুনম শর্মা। এছাড়া চর্চায় তো ছিলেনই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি। ভোটের অনেক আগেই মনে করা হয়েছিল, আমেথি কেন্দ্রে কংগ্রেসের রাহুল গান্ধীর কাছে পরাস্ত হওয়া স্মৃতি ইরানিকে দিল্লির মুখ্যমন্ত্রী মুখ করে লড়াইয়ে নামবে বিজেপি। কিন্তু সেটা হয়নি।
বিজেপির একাংশের দাবি এসসি কোনও বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হোক। এবার চার জন বিধায়ক এসসি তালিকাভুক্ত। এরা হলেন মঙ্গলপুরীর বিধায়ক রাজকুমার চৌহান, ত্রিলোকপুরীর রবিকান্ত উজ্জয়িন, ভাবনার বিধায়ক রবীন্দ্র ইন্দ্রাজ সিং ও মাদীপুরের কৈলাস গঙ্গওয়াল। ফলে তাঁদের মধ্যে থেকে কাউকে যদি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নেয়, তবে অবাক হওয়ার কিছু নেই। অনেকের মতে, যিনিই মুখ্যমন্ত্রী হোন, তাঁকে সঙ্ঘ ঘনিষ্ঠ হতেই হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড় সর্বত্র দেখা গিয়েছে একই প্রবণতা। হাই প্রোফাইল কাউকে মুখ্যমন্ত্রী করা হয়নি। হয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ কোনও নেতা। সুতরাং আসলে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। দিল্লির ক্ষেত্রেও কি সেরকমই কিছু হবে? অর্থাৎ পরিচিত নামের তালিকার বাইরে থেকে কাউকে তুলে আনা হবে? অন্যদিকে ‘শিশমহল’ বিতর্কের মধ্যেই দিল্লি মুখ্যমন্ত্রীর বাসভবনে সংস্কার বন্ধ করে তা আগের অবস্থায় ফেরানোর জন্য লেফটেন্যান্ট গভর্নরের কাছে আর্জি জানিয়েছে বিজেপি। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা