বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঘুমপাড়ানি গুলি নয়, লাঠি হাতে অভিযান মৈপীঠে, বাঘের কামড়ে গুরুতর জখম বনকর্মী

সংবাদদাতা, বারুইপুর: মৈপীঠে গত একমাস ধরে চোরাগোপ্তা ঘোরাঘুরি করছিল। গোরু-ছাগলের উপর হামলা চালিয়ে গা ঢাকা দিত। এবার সরাসরি মানুষকে আক্রমণ করল রয়‌্যাল বেঙ্গল টাইগার। তার থাবা আর কামড়ে গুরুতর জখম বনদপ্তরের কুইক রেসপন্স টিমের সদস্য গণেশ শ্যামল। কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে তাঁকে। টিমের অন্যান্য সদস্যরা একজোট হয়ে রুখে দাঁড়িয়েছিলেন বলে পিছু হটেছিল বাঘটি। তাই প্রাণহানি হয়নি। সোমবার বাঘে-মানুষে এই মরণপণ লড়াই জিম করবেটের উপন্যাসের কথা মনে করিয়ে দিচ্ছে অনেককে।
রবিবারের রাত। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের নগেনাবাদ শ্মশানঘাট ঘন অন্ধকারে ডুবে। এক গ্রামবাসী রাস্তা থেকে ঘুরে এসে হাঁপাতে হাঁপাতে জানালেন, ‘বাঘ ঢুকেছে গ্রামে।’ খবর পৌঁছল বনদপ্তরে। বনকর্মীরা এলেন। তল্লাশি শুরু হল। কিন্তু বাঘের চিহ্নমাত্র নেই। ঝুঁকি নেননি বনকর্মীরা। রাতেই গ্রামের একাংশ জাল দিয়ে ঘিরে ফেলেন। এরপর ভোর হয়। বাঘ খুঁজতে নামে বনবিভাগের কুইক রেসপন্স টিম। তবে রাতে বাঘ যেখানে ছিল সেখানে নেই। অবস্থান বদলে গ্রামেরই একটি করমচা বাগানে গিয়ে লুকিয়েছে। পায়ের ছাপ অনুসরণ করে বনকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে শুরু করেন খোঁজাখুঁজি। কিন্তু বাঘের হদিশ কিছুতেই মিলছিল না। তখনই হঠাৎ আক্রমণ। 
করমচা বাগান লাগোয়া ধান খেতে কাজ করছিলেন ভগীরথ মণ্ডল নামে এক বয়স্ক গ্রামবাসী। বনকর্মীরা হঠাৎ দেখেন, প্রমাণ আকারের বাঘটি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে তাঁর দিকে। চিৎকার করে ওঠেন বনকর্মীরা। এদিকে বাঘ সামনে দেখে আতঙ্কে একটি গাছে উঠে পড়েন বৃদ্ধ। কিন্তু বাঘ গাছে উঠতে পারে। নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তা বুঝে বৃদ্ধকে নেমে আসতে বলে বারবার চিৎকার করেন বনকর্মীরা। কিন্তু ততক্ষণে রয়্যাল বেঙ্গল চলে এসেছে তাঁদের একেবারে সামনে। হাতে থাকা লাঠি উঁচিয়ে চিৎকার করতে থাকে রেসপন্স টিম। 
কিন্তু রাতভর লুকিয়ে থেকে ক্লান্ত, বিরক্ত, হিংস্র হয়ে ওঠা বাঘটি মানুষ সামনে পেয়েই তেড়ে যায়। সামনেই ছিলেন গণেশ। বিদ্যুৎগতিতে বিশাল এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনের রাজা। গণেশের মুখের ডানদিকে থাবা মারে। পরের থাবাটি বসায় হাতে। তারপর ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে সঙ্গীকে বাঁচাতে বনকর্মীরাও লাঠি চালাতে শুরু করেন। একটানা লাঠির আঘাতে অবশেষে পিছু হটে বাঘ। দৌড়ে পাশের একটি উচ্ছে বাগানে লুকিয়ে পড়ে। প্রসঙ্গত, বাঘের থাবার আঘাতে একটি পূর্ণবয়স্ক গোরুর মাথার খুলি চুরমার হয়ে যায়। বাঘের কামড়ের আঘাতের তীব্রতা মানুষের তুলনায় ছ’গুণ বেশি, প্রতি বর্গ ইঞ্চিতে ১০০০ পাউন্ড (পিএসআই)। অধিকাংশ প্রাণীর হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায় বাঘের এক কামড়ে।
একদম সময় নষ্ট করেনি বনদপ্তর। উচ্ছে বাগান লাগোয়া অঞ্চল জাল দিয়ে ঘিরে দেয়। বনবিভাগের এডিএফও অনুরাগ চৌধুরী বলেন, ‘ত্রিস্তরীয় বলয় তৈরি করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে এলাকা।’ সোমবার সন্ধ্যায় বাঘটিকে বন্দি করতে উচ্ছে বাগানে পাতা হয়েছে দু’টি খাঁচা। টোপ হিসেবে রাখা ছাগল। জখম গণেশ শ্যামল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের ডিএফও নিশা গোস্বামী।
23h 23m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা