বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কবিতা পোস্ট করা নিয়ে মামলা, সুপ্রিম কোর্টে স্বস্তিতে কং এমপি

নয়াদিল্লি: সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুজরাতের কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে দায়ের একটি এফআইআর নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় একটি  কবিতা সহ ভিডিও পোস্ট করেছিলেন রাজ্যসভার সাংসদ ইমরান। ‘আয়ে খুন কে পিয়াসোঁ বাত শুনো’ শীর্ষক ওই কবিতার মাধ্যমে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে অভিযোগ ওঠে। ইমরানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। পুলিসের এই পদক্ষেপের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ। তিনি দাবি করেন, শুধুমাত্র হেনস্তা করার জন্যই এই অভিযোগ। কিন্তু হাইকোর্ট কোনওরকম হস্তক্ষেপে রাজি হয়নি। 
এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন ইমরান। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে, কবিতার মূল ভাবার্থ  হাইকোর্ট অনুধাবনই করতে পারেনি। গুজরাত সরকারের আইনজীবীকে বিচারপতি ওকা বলেন, ‘দয়া করে মন দিয়ে কবিতাটি শুনুন। সৃজনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ বিচারপতি আরও বলেন, ‘এই কবিতা কোনও ধর্মের বা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এমনকী এই কবিতায় বলা হয়েছে যে, যদি কেউ হিংসায় লিপ্ত হলেও আমাদের পাল্টা একই পথে জবাব দেওয়া উচিত নয়।’ ইমরানের আইনজীবী কপিল সিবাল এদিন হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘বিচারপতি যেন আইনের উপর অত্যাচার করেছেন। এটাই আমার কাছে ভয়ের বিষয়।’ এই মামলা নিয়ে আরও সময় চান গুজরাত সরকারের আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়ে মামলার শুনানি তিন সপ্তাহের জন্য স্থগিত রেখেছে শীর্ষ আদালত।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা