বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আজ আপ বিধায়কদের তলব দিল্লিতে, ভগবন্তকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চান কেজরি?

চণ্ডীগড়: দিল্লির ‘দুর্গ’ হাতছাড়া হওয়ার পরে আম আদমি পার্টি’র (আপ) দখলে এখন শুধু পাঞ্জাব। সেখানেও অরবিন্দ কেজরিওয়ালের দলের অন্দরে অস্বস্তি বাড়ছে বলে খবর। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে পাঞ্জাবের মন্ত্রী ও বিধায়কদের বৈঠক ডাকলেন কেজরিওয়াল। এই বৈঠক নিয়ে জল্পনা উস্কে  দিয়েছেন দিল্লির রাজৌরি গার্ডেনের বিজেপি বিধায়ক মনজিন্দার সিং সিরসা। তাতে ধুয়ো দিয়েছে কংগ্রেসও। সিরসার দাবি, ভগবন্ত মানকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে মরিয়া হয়ে উঠেছেন কেজরিওয়াল। আর কংগ্রেসের দাবি, লুধিয়ানা বিধানসভা আসন এখন খালি। সেখান থেকে আপ সুপ্রিমোর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও আপ এধরনের জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছে। 
দিল্লির বিধানসভা ভোটে হারের জেরে বিধ্বস্ত আপ শিবির। এরইমধ্যে বিস্ফোরক দাবি করেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতাপ সিং বাজোয়া। আপের অন্তত ৩০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেন তিনি। পাঞ্জাবের বিরোধী দলনেতা বলেন, আপ বিধায়করা বুঝতে পেরেছেন যে  ‘এখানে চাঁদে যাওয়ার একমুখী রাস্তা রয়েছে। সেখান থেকে ফেরার কোনও পথ নেই।’ অর্থাৎ কেজরিওয়ালের দলে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। এখানেই শেষ নয়, পঞ্জাব মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা প্রবল বলেও অনুমান তাঁর। আগামী দিনে আপে ভাঙ্গনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বাজোয়ার দাবি, লুধিয়ানা থেকে ভোটে দাঁড়াতে পারেন কেজরিওয়াল। পাঞ্জাবের বিজেপি নেতা সুভাষ শর্মারও দাবি, দিল্লিতে ‘স্বপ্নভঙ্গে’র পর কেজরিওয়াল নজর এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুর্সিতে। সেই সুরেই রাজৌরি গার্ডেনের বিধায়ক সিরসার দাবি, দলের বিধায়কদের সামনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নানা খুঁত ধরে নিজেকে ‘ভালো মানুষ’ হিসেবে জাহির করতে কেজরিওয়াল মঙ্গলবারের বৈঠক ডেকেছেন। বিরোধীদের এই সব দাবি উ঩঩ড়িয়ে দিয়েছেন আপ সাংসদ ভলবিন্দর সিং কাং। তাঁর দাবি, মঙ্গলবারের বৈঠক দলের সাংগঠনিক প্রক্রিয়ারই অঙ্গ। সেখানে দলের পরবর্তী রণকৌশল স্থির করা হবে। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা