বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

রেশন থেকে বঞ্চিত ১৪ কোটি গরিব মানুষ, কেন্দ্রকে একহাত সোনিয়ার

নয়াদিল্লি: জনগণনা নিয়ে মোদি সরকারের ধীরে চলো নীতির প্রতিবাদে  সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার রাজ্যসভায় তিনি দাবি করেন, এনিয়ে সরকারের গড়িমশির জেরে খাদ্য সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ১৪ কোটি গরিব মানুষ। সেইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, খাদ্য সুরক্ষা কোনও বিশেষ অধিকার নয়, বরং এটি মৌলিক অধিকারের মধ্যেও পড়ে। 
দেশে শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। তখন কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। নিয়ম অনুযায়ী ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতায় আসার ১০ বছর পরও সে পথে পা মাড়ায়নি মোদি সরকার। সোনিয়া বলেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রেশন দেওয়া হচ্ছে দেশবাসীকে। তার জেরে বঞ্চিত হচ্ছেন অন্তত ১৪ কোটি জনতা। তাঁর কথায়, ২০১৩  সালের সেপ্টেম্বরে খাদ্যের সুরক্ষাকে আইনের আওতায় নিয়ে এসেছিল ইউপিএ সরকার। যার উদ্দেশ্য ছিল দেশের জনগণ যেন কোনওভাবেই অভুক্ত না থাকেন। সরকারের এই আইন লক্ষ লক্ষ পরিবারকে অনাহারের হাত থেকে বাঁচিয়েছে। গ্রামের ৭৫ শতাংশ এবং শহরের ৫০ শতাংশ দরিদ্র মানুষ এই আইনের আওতায় আনা উচিত বলে দাবি করেন সোনিয়া। কিন্তু জনগণনায় দেরি হওয়ায় তা বাস্তবে হচ্ছে না বলে তিনি তোপ দেগেছেন মোদি সরকারের বিরুদ্ধে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা