রাজ্য

ডাকের সাজে মা তারা কাল জগদ্ধাত্রী রূপে

সংবাদদাতা, রামপুরহাট: কাল, মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর নবমী। জনতার বাঁধ ভাঙবে চন্দননগরে। আর নবমীর সেই পুণ্যতিথিতেই তারা মা সেজে উঠবেন জগদ্ধাত্রী রূপে। পরনে ডাকের সাজ। উপরি পাওনা, এটাই বছরের একমাত্র দিন যেখানে বাইরের বাজনা সহযোগে মায়ের আরতি হবে। তারা মায়ের এই রূপ দেখতে ইতিমধ্যে তারাপীঠে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা।    
চণ্ডীপুরের মা চণ্ডীই তারা মা নামে খ্যাত। কথিত আছে, তিনি শিবের পত্নী। দুর্গা, কালী, তারা, পার্বতী, সতী, চণ্ডী সবই সমার্থক। স্থানভেদে বিশেষ নামে শিবজায়া পূজিত হন। আর কালক্রমে চণ্ডীপুর গ্রাম বর্তমানে তারাপীঠ নামে পরিচিত লাভ করেছে। দেবী তারাই এখানে আরাধ্যা দেবী হয়ে উঠেছেন। কিন্তু তারাপীঠে মূর্তি পুজোর চল নেই। তাই বহু যুগ ধরে কালী, তারা, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী ইত্যাদি সকল দেবীর আরাধনা তারা মায়ের মূর্তির উপরই হয়। মঙ্গলবার এমনই এক তিথি। সেদিন ভোরে মায়ের স্নান ও আরতির পর ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হবে। সারাদিন দেবী তারা রূপে পূজিতা হবেন। সন্ধ্যায় দেবীকে ডাকের সাজে সাজিয়ে অভেদ কল্পনা করে জগদ্ধাত্রী রূপে পুজো করা হবে। মায়ের অন্যরকম এই রূপ দেখতে প্রতিবছরই এই দিনে তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ে। তাঁদের মধ্যে একজন বিনয় দাস। অসম থেকে সপরিবারে এসেছেন। মন্দিরের সামনে দাঁড়িয়ে বললেন, ‘বছরে দু’বার মায়ের কাছে আসি। রথযাত্রা ও জগদ্ধাত্রী পুজোয়। বিশেষ এই তিথিতে মায়ের কাছে ডালা সাজিয়ে পুজো দিলে পুণ্যার্জন হয়।’
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, বিশেষ এই তিথিতে চন্দননগরের পাশাপাশি তারাপীঠেও পুণ্যার্থীর ঢল নামে। তারা মূর্তির উপরেই সকল দেবীর পুজো নিবেদন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মাকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে বিশেষ আরতি করা হবে। প্রায় তিন ঘণ্টা ধরে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো নিবেদনই রীতি। পরে মাকে পোলাও, খিচুড়ি, বলির পাঁঠার মাংস, শোলমাছ পোড়া, মিষ্টি ও পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হবে। ওইদিন মাকে দু’বার অন্নভোগ নিবেদন করা হয়। 
মায়ের টানে সারাবছরই জমজমাট থাকে এই সাধনাক্ষেত্র। বিশেষ বিশেষ পুণ্যতিথিতে সেই ভক্ত সমাগম বেড়ে যায় লাফিয়ে। যেমন জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর না গিয়ে অনেকেই তারাপীঠে আসেন। তাছাড়া ছটপুজো শেষে বিহার ও ঝাড়খণ্ডের বহু মানুষও দেবী তারার দর্শনের জন্য আসেন। তাঁদের যাতে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা না হয়, সেবিষয়ে সতর্ক মন্দির কমিটি। সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। যথেষ্ট পুলিসি ব্যবস্থা চেয়েও আবেদন করা হয়েছে।’
10Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা