রাজ্য

রেড পান্ডা সংরক্ষণ-প্রজননে বিশ্বের সেরা তিনের তালিকায় স্থান পেল দার্জিলিং চিড়িয়াখানা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের পর্বে সুখবর রাজ্যবাসীর কাছে। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননের ক্ষেত্রে বিশ্ব দরবারে সেরার শিরোপা পেল দার্জিলিং চিড়িয়াখানা। পৃথিবীর সেরা তিন ‘কনজার্ভেশন ব্রিডিং অ্যান্ড অগমেনটেশন প্রজেক্ট’ হিসেবে দার্জিলিংয়ের রেড পান্ডা কনজার্ভেশন স্বীকৃতি পেয়েছে। বিরল প্রজাতির রেড পান্ডাকে সংরক্ষণ ও প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখান বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে বিশ্ব দরবারে। আগামী ৭ নভেম্বর সিডনিতে চূড়ান্ত স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এবিষয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, উৎসবের সময় অবশ্যই আমাদের কাছে এটি সুখবর। বিশ্ব দরবারে স্থান পাওয়ায় আমরা খুশি। রেড পান্ডাকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। আগামী দিন দার্জিলিংয়ে পর্যটকদের আরও আকর্ষণ বাড়বে। অন্যদিকে, পাচারের আগে সীমান্তে উদ্ধার হল একটি বিদেশি প্রাণী। উত্তর ২৪ পরগনার সীমানে বিএসএফের নজরদারিতে তা ধরা পরে যায়। পরে ওই প্রাণীটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাণীটির নাম আলপাকা। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ায় খুব জনপ্রিয় এই প্রাণী। সেখান থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। তারপর উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে পাচারের সময় এই প্রাণীটি ধরা পরে যায়। প্রাণীটি উদ্ধারের পর বিএসএফর তরফে রাজ্য বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, ওই প্রাণীটিকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে।
বাংলাদেশে পাচারের আগে উদ্ধার করা হল পেরুর আলপাকা প্রাণীটিকে।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা