রাজ্য

মেঘ-বৃষ্টির খেলা চলবে আজ, কালও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার পঞ্চমীর দিনেও কলকাতা-সহ  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টি থেকে মুক্তি পেল না।  কোনও কোনও জায়গায় কিছুটা সময়ের জন্য বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলে আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠেছে। এরকম পরিস্থিতি আজ, বুধবার ষষ্ঠী ও আগামী কাল, বৃহস্পতিবার সপ্তমীর দিনেও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে কিছু সময়ের জন্য কোনও কোনও স্থানে বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি তুলনামূলকভাবে কমে যাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস। তারপর শনি ও রবিবার বৃষ্টি অনেকটাই কমে যাবে। পুরোপুরি বৃষ্টিহীন পুজোর জন্য সপ্তাহের শেষলগ্নের অপেক্ষায় থাকতে হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 
উত্তরবঙ্গ সংলগ্ন যে ঘূর্ণাবর্ত ও রাজ্যের উপর অবস্থিত নিম্নচাপ অক্ষরেখার জন্য কয়েকদিন যাবৎ সব জেলাতেই বৃষ্টির মাত্রা বেড়েছিল, সেগুলি বিলীন হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যজুড়ে বৃষ্টি পুরোপুরি বন্ধ হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছিল, তার একটা অংশ এখনও রয়েছে। আকাশ কিছুটা মেঘমুক্ত হওয়ায় চড়া রোদ ওঠার জন্য দিনের বেলায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না। এইসময় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের প্রবণতা কমে গেলেও একেবারে বন্ধ হয় না। ফলে বজ্রপাতের আশঙ্কা থাকছেই। মঙ্গলবার হাওড়া জেলার জয়পুর এলাকায় বজ্রাপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাই বজ্রপাত থেকে সতর্ক থাকার জন্য পুজো দর্শনার্থীদের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা