বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

টিটাগড়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পুর চেয়ারম্যান, ক্ষোভ পরিজনদের

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে মৃত্যু হয়েছিল ওই দলেরই কর্মী আকাশ প্রসাদের। বুধবার টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ তাঁর দলবল নিয়ে ওই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলে ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। আকাশের মা শকুন্তলাদেবী অভিযোগ আকারে বলেন, আমার ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। পাড়ায় গোলমাল হচ্ছে শুনে দেখতে গিয়েছিল ছেলেটা। সেই সময় হকি স্টিক দিয়ে মারা হয়েছে ওকে। পাশাপাশি চলেছে কিল, চড়, ঘুসি। আমার ছেলের খুনিদের কঠোর শাস্তি চাই। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সেদিনের গণ্ডগোলের ঘটনায় খড়দহ থানার পুলিস মঙ্গলবার রাতে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল অজয় মৌর্য ও রোহিত পাটোয়া। এদিন বারাকপুর কোর্টে নিয়ে যাওয়ার সময় তারা বলে, কাউন্সিলার সোনু সাউ তাদের ফাঁসিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টিটাগড়ের দুই অভিযুক্ত কাউন্সিলারকে ডেকে পাঠিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও  বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, শুধরে যাও। নাহলে পরিণতি ভয়াবহ হবে। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে দল আরও কড়া পদক্ষেপ করবে। কিন্তু একজন খুন হয়ে গেলেও কেন এই কাউন্সিলারদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হল না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যখন সোনু সাউয়ের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে।   
নিহত আকাশের এক মেয়ে রয়েছে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। ফলে পরিবার কী করে চলবে, তা নিয়ে চিন্তায় পরিজনরা। পুর চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, আকাশের মেয়ের পড়াশোনার দায়িত্ব আমরা নেব। এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। পরিবারের লোকজন তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা পুলিস বলেছি। এই ঘটনায় যে বা জড়িত, তাদের সবাইকেই গ্রেপ্তার করতে হবে।  এদিন বিকেলে সাংসদ অর্জুন সিং ওই বাড়িতে যান। তিনি নিহত আকাশের মেয়ের নামে দু’লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দেবেন বলে 
আশ্বাস দেন।
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা