বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঝাড়খণ্ডের অভিনেত্রী
খুনে ধৃত আরও এক

সংবাদদাতা, উলুবেড়িয়া: ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়া ওরফে রিয়া কুমারী খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে বিহার থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করল বাগনান থানার পুলিস। ধৃতের নাম সন্দীপকুমার সিং। বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, দিনকয়েক আগে বাগনান থানার পুলিস এই ঘটনায় ঝাড়খণ্ড থেকে মোহিত কুমার নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে। মোহিতকে জেরা করেই সন্দীপ সিংয়ের নাম জানতে পারে পুলিস। তার ভিত্তিতেই রাঁচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, এই সন্দীপ রিয়া খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রকাশ কুমারের বন্ধু। খুনের জন্য আগ্নেয়াস্ত্র কিনতে প্রকাশ টাকা দিয়েছিল তাকে। সে ওই টাকা দিয়েই মোহিতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল।
এদিকে, অভিনেত্রী খুনের ঘটনায় বাগনান থানার পুলিস রিয়ার স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে পারেনি। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর কলকাতা যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর বাগনানের চন্দ্রপুরে গুলিতে খুন হন ওই অভিনেত্রী। মৃতার স্বামী প্রকাশ কুমারের দাবি ছিল, ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা রিয়াকে গুলি করে পালিয়ে গিয়েছে। পরে পুলিস তদন্তে নেমে প্রকাশ কুমারকে গ্রেপ্তার করে। পরে রিয়ার দেওর সন্দীপ কুমারকে গ্রেপ্তার করে। বর্তমানে দু’জনেই জেল হেফাজতের রয়েছে। অন্যদিকে, দিনকয়েক আগে পুলিস মোহিত কুমারকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিস হেফাজতে রয়েছে।
ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে। -নিজস্ব চিত্র
23Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা