বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অনন্য নজির, পক্ষাঘাতগ্রস্ত অবস্থা
থেকে ঘুরে দাঁড়িয়ে ৩০টি দেশ ভ্রমণ
জীবনের ‘ম্যাজিক’ নিয়ে বই লিখেছেন বৈশাখী

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোমর অচল হয়ে গিয়েছিল তাঁর। সোজা করতে পারতেন না মেরুদণ্ডও। আশা ছেড়ে দিয়েছিলেন নামী চিকিৎসকরাও। দীর্ঘশ্বাস ফেলে বলে দিয়েছিলেন, সরি, পঙ্গু হওয়ার দিকেই এগচ্ছে শরীর। চিরকাল থাকতে হবে বিছানাতেই। ২০ বছরের তরুণী কাঁদতে কাঁদতে আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন। কিন্তু, তখনই ঘটে যায় ‘মিরাকল’। বেঁচে থাকার ইচ্ছা তাঁর শরীরে যেন ঝড় তোলে। তারপর তিনি নিজেই বদলে দিয়েছেন নিজের জীবন। কখনও ট্রেকিং, কখনও মাউন্টেনিয়ারিং, কখনও মাইলের পর মাইল হেঁটে যাওয়া। ‘প্যারালাইসিস স্টেজ’ বা পক্ষাঘাতগ্রস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সল্টলেকের বৈশাখী সাহা এখন বিশ্বের অন্যতম ‘সোলো ট্র্যাভেলার’। ভ্রমণ করে ফেলেছেন পাঁচটি মহাদেশের ৩০টি দেশ। জীবনের সেই ‘ম্যাজিক’ নিয়েই গল্পও লিখেছেন তিনি। এবার কলকাতা বইমেলায় যার আত্মপ্রকাশ। নাম দিয়েছেন ‘লাইফ ইজ আবরাকেডাবরা’।
বৈশাখী এখন কোস্টারিকায় থাকেন। জন্মের পর প্রথম ১১ বছর কেটেছে তাঁর সল্টলেকেই। কর্মসূত্রে বাবা ভিন রাজ্যে চলে যাওয়ায় শহর ছাড়েন তিনি। স্কলারশিপ পেয়ে ১৭ বছর বয়সে সিঙ্গাপুরে পড়তে যান। উচ্চ মাধ্যমিক স্তর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন। সেখানে দ্বিতীয় বর্ষেই তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় চলে যান। সেই অবস্থাতেই চার বছরের পাঠক্রম শেষ করেন। কিন্তু, পঙ্গুদশায় সারা জীবন কাটাতে হবে শুনে তিনি আত্মহত্যা করতে উদ্যত হন। যদিও জীবন শেষ করার বদলে নতুন করে শুরু করেন তিনি। একা বিদেশ ভ্রমণ করতে করতে তিনি এখন লেখিকার সম্মান পেয়েছেন। আন্তর্জাতিকস্তরে একজন সুবক্তাও। বলা ভালো, তিনিই এখন অন্যদের অনুপ্রেরণা।
মঙ্গলবার কলকাতা বইমেলায় নিজের বই উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন, আমার কামব্যাক তথা নতুন করে বেঁচে ওঠা একটা ম‌‌্যাজিক। তাই বইয়ের নামও দিয়েছি, ‘লাইফ ইজ আবরাকেডাবরা’। জীবনের সঙ্গে ভ্রমণের ২১টি গল্প। ঘুরে যখন দাঁড়িয়েছি, তখন আরও ঘুরব। আর হ্যাঁ, লিখবও।
24Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা